ব্যবসা-বাণিজ্য Gold Price: ডিসেম্বরের মধ্যে সোনার দাম বেড়ে হবে ৮৫ হাজার টাকা, এভাবে সুযোগ কাজে লাগাতে পারেন বিনিয়োগকারীরা Gallery October 10, 2024 Bangla Digital Desk পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। সামনেই ধনতেরস। তারপর দীপাবলি। এই সময় সোনা কেনার ধুম পড়ে যায়। পুজো কাটলেই আবার বিয়ের মরশুম। লক্ষ লক্ষ বিয়ের জন্য কোটি কোটি টাকার সোনা কেনাবেচা হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। দামও বাড়বে পাল্লা দিয়ে। বুলিয়ন বাজার চাঙ্গা হবে। এদিকে ইরান-ইজরায়েলের মধ্যে যে কোনও সময় যুদ্ধ লাগতে পারে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই বছরে সোনার দাম প্রায় প্রতিদিন বেড়েছে। গয়না, মুদ্রা বা বার কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। তবে বিনিয়োগের দিক থেকে দেখলে, এই বছর সোনা রিটার্নও দিয়েছে ব্যাপক। প্রায় ১৯.৮০ শতাংশ হারে মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। সোনার দাম বৃদ্ধি নিয়ে বিএমআই, সিটিগ্রুপ একমত। বিএমআই, সিটিগ্রুপ-এর রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বরের মধ্যেই আউন্স প্রতি ৩০০০ ডলার ছোঁবে হলুদ ধাতু। Goldman Sachs-এর অনুমান দাম ২,৯০০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে। উল্লেখ্য, বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যাচ্ছে আউন্স প্রতি ২৬৭৮.৭০ ডলার। আউন্স প্রতি ৩ হাজার ডলার শুনলে মনে হবে, অনেক দাম। বিশেষজ্ঞরা বলছেন, এতে আশ্চর্যের কিছু নেই। কারণ সোনাকে সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসাবে দেখা হয়। বিশেষ করে আন্তর্জাতিক অনিশ্চয়তার সময় হলুদ ধাতুতেই নিরাপদ আশ্রয় খোঁজেন বিনিয়োগকারীরা। ইরান-ইজরায়েল সংঘাতের কারণে বাজার অস্থির। তবে স্বর্ণ ব্যবসায়ীদের সোনায় সোহাগা। যাঁরা সোনায় বিনিয়োগ করেন, তাঁদের জন্যও এটা সুবর্ণ সুযোগ। বছরের শেষ নাগাদ ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন মেলার সম্ভাবনা রয়েছে। ৩ মাসে ১২ শতাংশ! মোটেই ছেলেখেলার বিষয় নয়। যুদ্ধের সময় ভারতে সোনার দাম দ্রুত বাড়ে। ইতিহাস তাই বলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। সেই সময় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪.৫৫ শতাংশ বেড়েছিল। কিন্তু ভারতের বাজারে এই হার ছিল ৮.৫ শতাংশ। প্রায় দ্বিগুণ। দেশে এখন ১০ গ্রাম সোনার দাম ৭৬,৩১৫ টাকা। ডিসেম্বরের মধ্যে এই দাম ১২ শতাংশ বাড়তে পারে। অর্থাৎ দাম ৮৫ হাজার টাকা ছাড়িয়ে যাবে। এখন সোনায় মোটা টাকা বিনিয়োগ করলে তিন মাসের মধ্যে মালামাল হয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা।