Gold Price Rise: ১০ বছর পর সোনার দাম কত হবে জানেন ? আপনি ভাবতেও পারবেন না

লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম পৌঁছেছে ৭৪,৭৩৫ টাকায়। এই হিসেবে ১০ বছর পর সোনার দাম কত হবে জানেন ?
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম পৌঁছেছে ৭৪,৭৩৫ টাকায়। এই হিসেবে ১০ বছর পর সোনার দাম কত হবে জানেন ?
২০১৫ সালে ১০ গ্রাম খাঁটি সোনার দাম ছিল ২৪,৭৪০ টাকা। ২০০৬ সালে ছিল ৮,২৫০ টাকা। অর্থাৎ সোনার দাম তিন গুণ বাড়তে সময় লাগছে ৯ বছর। অবশ্য এর আগে ১০ গ্রাম সোনার দাম ২৫৭০ টাকা তিন গুণ হতে ১৯ বছর সময় লেগেছিল। তারও আগে সোনার দাম তিন গুণের স্তরে পৌঁছতে ৮ বছর এবং ৬ বছর সময় নিয়েছিল।
২০১৫ সালে ১০ গ্রাম খাঁটি সোনার দাম ছিল ২৪,৭৪০ টাকা। ২০০৬ সালে ছিল ৮,২৫০ টাকা। অর্থাৎ সোনার দাম তিন গুণ বাড়তে সময় লাগছে ৯ বছর। অবশ্য এর আগে ১০ গ্রাম সোনার দাম ২৫৭০ টাকা তিন গুণ হতে ১৯ বছর সময় লেগেছিল। তারও আগে সোনার দাম তিন গুণের স্তরে পৌঁছতে ৮ বছর এবং ৬ বছর সময় নিয়েছিল।
বিশ্বে যে কোনও ধরনের অনিশ্চয়তা দেখা দিলে সোনার দাম বাড়ে। সুতরাং চলমান সমস্যাগুলো কোন দিকে মোড় নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেছেন, “ইতিহাস বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা, আর্থিক সংকট ইত্যাদি সোনার দামে বড় প্রভাব ফেলে।  তুলনামূলক কম সময়ে দাম দ্রুত বাড়ে। গত পাঁচ বছরে টাকার মান কমেছে। সঙ্গে মহামারী এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি অনেক দেশই। এর প্রভাবেই ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকায় উঠেছে সোনা। ৩.৩ বছরের মধ্যে ৭৫ শতাংশ বৃদ্ধি। ২০১৪ সালে সোনার দাম ছিল ২৮ হাজার টাকা, ২০১৮ সালে তা বেড়ে হয় ৩১,২৫০ টাকা। পাঁচ বছরে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি”।
বিশ্বে যে কোনও ধরনের অনিশ্চয়তা দেখা দিলে সোনার দাম বাড়ে। সুতরাং চলমান সমস্যাগুলো কোন দিকে মোড় নেয়, তার উপর অনেক কিছু নির্ভর করছে। এলকেপি সিকিউরিটিজের ভিপি রিসার্চ অ্যানালিস্ট যতীন ত্রিবেদী বলেছেন, “ইতিহাস বলছে, ভূরাজনৈতিক উত্তেজনা, আর্থিক সংকট ইত্যাদি সোনার দামে বড় প্রভাব ফেলে। তুলনামূলক কম সময়ে দাম দ্রুত বাড়ে। গত পাঁচ বছরে টাকার মান কমেছে। সঙ্গে মহামারী এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে কমবেশি অনেক দেশই। এর প্রভাবেই ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকায় উঠেছে সোনা। ৩.৩ বছরের মধ্যে ৭৫ শতাংশ বৃদ্ধি। ২০১৪ সালে সোনার দাম ছিল ২৮ হাজার টাকা, ২০১৮ সালে তা বেড়ে হয় ৩১,২৫০ টাকা। পাঁচ বছরে প্রায় ১২ শতাংশ বৃদ্ধি”।
৯ বছরের ব্যবধানে সোনার দাম ৩ গুণ বেড়েছে। এমনটা আবার ঘটতে পারে বলেই মনে করেন যতীন ত্রিবেদী। তাঁর কথায়, “সাম্প্রতিক ঘটনাবলীর কথা মাথায় রেখে বলা যায়, আগামী ৭ থেকে ১২ বছরের মধ্যে সোনার দাম ২ লাখ টাকায় পৌঁছতে পারে”।

৯ বছরের ব্যবধানে সোনার দাম ৩ গুণ বেড়েছে। এমনটা আবার ঘটতে পারে বলেই মনে করেন যতীন ত্রিবেদী। তাঁর কথায়, “সাম্প্রতিক ঘটনাবলীর কথা মাথায় রেখে বলা যায়, আগামী ৭ থেকে ১২ বছরের মধ্যে সোনার দাম ২ লাখ টাকায় পৌঁছতে পারে”।
কিছু বিশেষজ্ঞ সোনার দাম তিন গুণ বেড়ে ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করেন। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা বলছেন, “ইরান ও ইজরায়েলের পাশাপাশি চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার মতে আগামী ৬ বছরের মধ্যে সোনার দাম ৩ গুণ বৃদ্ধি পাবে”।
কিছু বিশেষজ্ঞ সোনার দাম তিন গুণ বেড়ে ২ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করেন। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা বলছেন, “ইরান ও ইজরায়েলের পাশাপাশি চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার মতে আগামী ৬ বছরের মধ্যে সোনার দাম ৩ গুণ বৃদ্ধি পাবে”।