Gold Price Today: আজ কি আরও কমল সোনার দাম ? জেনে নিন ১ ভরির দাম

গত কয়েকদিনে সোনার দাম ওঠানামা লেগেই রয়েছে ৷ তাই আপনার যদি সোনা কেনার কোনও প্ল্যান থাকে তাহলে দোকানে যাওয়ার অবশ্যই চেক করে নিন সোনার লেটেস্ট দাম ৷ পাশাপাশি মেকিং চার্জ কত নেওয়া হয় গয়নার উপরে এবং কী হিসেবে মেকিং চার্জ ক্যালকুলেট করা হয় সেটাও ভাল করে বুঝে যাবেন ৷
গত কয়েকদিনে সোনার দাম ওঠানামা লেগেই রয়েছে ৷ তাই আপনার যদি সোনা কেনার কোনও প্ল্যান থাকে তাহলে দোকানে যাওয়ার অবশ্যই চেক করে নিন সোনার লেটেস্ট দাম ৷ পাশাপাশি মেকিং চার্জ কত নেওয়া হয় গয়নার উপরে এবং কী হিসেবে মেকিং চার্জ ক্যালকুলেট করা হয় সেটাও ভাল করে বুঝে যাবেন ৷
সম্প্রতি হঠাৎ করেই সোনার দাম অনেকটা বেড়ে গিয়েছে ৷ বর্তমানে সোনার দর যে ভাবে বেড়ে চলেছে শীঘ্রই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে চলেছে হলুদ ধাতু ৷ তাও এখন পর্যন্ত বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ।
সম্প্রতি হঠাৎ করেই সোনার দাম অনেকটা বেড়ে গিয়েছে ৷ বর্তমানে সোনার দর যে ভাবে বেড়ে চলেছে শীঘ্রই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে চলেছে হলুদ ধাতু ৷ তাও এখন পর্যন্ত বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই। তার পাশাপাশি বিয়ের বা যে কোনও শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনও বিকল্প হয় না ।
যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।
যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম কখনও বাড়ে, তো কখনও বা কমে।
আজ রবিবার ৫ মে, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

আজ রবিবার ৫ মে, ২০২৪ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?
দেখা যাচ্ছে যে, শনিবার ৪ মে, ২০২৪ তারিখের তুলনায় এদিন সোনার দামে কোনও বদল হয়নি ৷ শুধু সোনার দাম নয় অপরিবর্তিত রয়েছে রুপোর দামও ৷

দেখা যাচ্ছে যে, শনিবার ৪ মে, ২০২৪ তারিখের তুলনায় এদিন সোনার দামে কোনও বদল হয়নি ৷ শুধু সোনার দাম নয় অপরিবর্তিত রয়েছে রুপোর দামও ৷
রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার ৪ মে, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৩০০০ টাকা ৷ আজ, রবিবার ৫ মে, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম  একই রয়েছে অর্থাৎ  ৮৩০০০ টাকা হয়েছে ৷

রুপোর দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার ৪ মে, ২০২৪ তারিখে ১ কেজি রুপোর দাম ছিল ৮৩০০০ টাকা ৷ আজ, রবিবার ৫ মে, ২০২৪ তারিখে সমপরিমাণের রুপোর দাম একই রয়েছে অর্থাৎ ৮৩০০০ টাকা হয়েছে ৷
২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শনিবার ৪ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৫৮৫০ টাকা ছিল ৷ আজ রবিবার ৫ মে সমপরিমাণ সোনার দাম একই রয়েছে ৷

২২ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে- শনিবার ৪ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬৫৮৫০ টাকা ছিল ৷ আজ রবিবার ৫ মে সমপরিমাণ সোনার দাম একই রয়েছে ৷
২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার ৪ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭১৮৩০ টাকা, আজ রবিবার ৫ মে , ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম একই রয়েছে অর্থাৎ ৭১৮৩০ টাকা৷
২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে-গতকাল, শনিবার ৪ মে, ২০২৪ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭১৮৩০ টাকা, আজ রবিবার ৫ মে , ২০২৪ তারিখে সমপরিমাণের সমমানের সোনার দাম একই রয়েছে অর্থাৎ ৭১৮৩০ টাকা৷