Gold Price Today: ষষ্ঠীতে বড় খবর ! অনেকটাই কমল সোনার দাম, কলকাতায় কত হল ?

মহাষষ্ঠীতে সকলের জন্য সুখবর ! বুধবার আবারও অনেকটাই কমে গেল সোনার দাম ৷ সোনা কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে এখানে দেখে নিন সোনালি ধাতুর লেটেস্ট রেট ।
মহাষষ্ঠীতে সকলের জন্য সুখবর ! বুধবার আবারও অনেকটাই কমে গেল সোনার দাম ৷ সোনা কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে এখানে দেখে নিন সোনালি ধাতুর লেটেস্ট রেট ।
গত কয়েকদিনে আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে।
গত কয়েকদিনে আকাশছোঁয়া হয়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে।
আপনার যদি আগামী দিনে সোনা কেনার পরিকল্পনা থাকে এখন কিনে রাখতে পারেন ৷ গত কয়েকদিনে অনেকটাই কমে গিয়েছে সোনার দাম ৷ তবে আগামী দিনে দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এর জেরে অনেকেই এখন থেকে সোনা কিনে রাখছেন ৷
আপনার যদি আগামী দিনে সোনা কেনার পরিকল্পনা থাকে এখন কিনে রাখতে পারেন ৷ গত কয়েকদিনে অনেকটাই কমে গিয়েছে সোনার দাম ৷ তবে আগামী দিনে দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এর জেরে অনেকেই এখন থেকে সোনা কিনে রাখছেন ৷
অনকেই মনে করছেন এটাই সোনা কেনার সেরা সময় কারণ আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২০০০ টাকা হতে পারে ৷ স্বাভাবিক ভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে ৷

অনকেই মনে করছেন এটাই সোনা কেনার সেরা সময় কারণ আগামী দিনে সোনার দাম বেড়ে ৮২০০০ টাকা হতে পারে ৷ স্বাভাবিক ভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে ৷
আজ অর্থাৎ বুধবার ৯ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম জেনে নিন ৷
আজ অর্থাৎ বুধবার ৯ অক্টোবর কত হল সোনালি ধাতুর দাম জেনে নিন ৷
দেখে নিন সোনা ও রুপোর দাম-
দেখে নিন সোনা ও রুপোর দাম-
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আমাদের দেশে প্রাচীনকাল থেকে সোনায় বিনিয়োগ অত্যন্ত জনপ্রিয় ৷ বিয়ে বা যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নার পরা চল চলে আসছে ৷

আমাদের দেশে প্রাচীনকাল থেকে সোনায় বিনিয়োগ অত্যন্ত জনপ্রিয় ৷ বিয়ে বা যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়নার পরা চল চলে আসছে ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)