দেশ জুড়ে একই দামে বিক্রি হবে সোনা, শীঘ্রই চালু হতে চলেছে ‘One Nation One Rate’ পলিসি, কী লাভ হবে দেখুন

বর্তমানে একেক রাজ্যে সোনার দাম একেক রকম। রাজ্য ভেদে কখনও কখনও ২০০ থেকে ৫০০ টাকার ফারাকও হয়ে যায়। এবার এই সমস্যা মিটবে। খুব শীঘ্রই দেশ জুড়ে সোনার এক দাম জারি হতে চলেছে। এই পলিসির নাম দেওয়া হয়েছে ‘ওয়ান নেশন, ওয়ান গোল্ড রেট। অর্থাৎ ‘এক দেশ, এক দাম’।
বর্তমানে একেক রাজ্যে সোনার দাম একেক রকম। রাজ্য ভেদে কখনও কখনও ২০০ থেকে ৫০০ টাকার ফারাকও হয়ে যায়। এবার এই সমস্যা মিটবে। খুব শীঘ্রই দেশ জুড়ে সোনার এক দাম জারি হতে চলেছে। এই পলিসির নাম দেওয়া হয়েছে ‘ওয়ান নেশন, ওয়ান গোল্ড রেট। অর্থাৎ ‘এক দেশ, এক দাম’।
'ওয়ান নেশন ওয়ান রেট' নীতি বাস্তবায়িত হলে সারা দেশে সোনার দর এক হবে। গ্রাহকরা যে কোনও রাজ্যে তাঁদের সোনা বিক্রি করতে পারবেন। গ্রাহক এবং ব্যবসায়ী, সবাই স্বচ্ছ বাজারের সুযোগ পাবেন। জুয়েলার্সদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে।
‘ওয়ান নেশন ওয়ান রেট’ নীতি বাস্তবায়িত হলে সারা দেশে সোনার দর এক হবে। গ্রাহকরা যে কোনও রাজ্যে তাঁদের সোনা বিক্রি করতে পারবেন। গ্রাহক এবং ব্যবসায়ী, সবাই স্বচ্ছ বাজারের সুযোগ পাবেন। জুয়েলার্সদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে।
‘ওয়ান নেশন, ওয়ান রেট’-এর পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নেতৃস্থানীয় জুয়েলার্স। জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিলও সম্মতি জানিয়েছে। প্রকৃতপক্ষে দেশের প্রথম সারির জুয়েলার্সদের কাছ থেকে তারাই মতামত নেয়। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সেপ্টেম্বরের বৈঠকে এই নিয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
‘ওয়ান নেশন, ওয়ান রেট’-এর পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নেতৃস্থানীয় জুয়েলার্স। জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিলও সম্মতি জানিয়েছে। প্রকৃতপক্ষে দেশের প্রথম সারির জুয়েলার্সদের কাছ থেকে তারাই মতামত নেয়। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সেপ্টেম্বরের বৈঠকে এই নিয়ে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
গ্রাহকরা উপকৃত হবেন: 'ওয়ান নেশন ওয়ান রেট' লাগু হলে সবচেয়ে উপকৃত হবেন গ্রাহকরা। দেশের যে কোনও রাজ্য থেকে একই মূল্যে গয়না কিনতে পারবেন যে কেউ। এমনকী বিক্রিও করতে পারবেন। তাছাড়া সারা দেশে এক রেটের কারণে সোনার বাজার আরও ভাল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গ্রাহকরা উপকৃত হবেন: ‘ওয়ান নেশন ওয়ান রেট’ লাগু হলে সবচেয়ে উপকৃত হবেন গ্রাহকরা। দেশের যে কোনও রাজ্য থেকে একই মূল্যে গয়না কিনতে পারবেন যে কেউ। এমনকী বিক্রিও করতে পারবেন। তাছাড়া সারা দেশে এক রেটের কারণে সোনার বাজার আরও ভাল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুধু তাই নয়, এই নীতি লাগু হলে সোনার দাম কমতে পারে বলেও অনুমান করা হচ্ছে। জুয়েলার্সদের জন্যও উপযুক্ত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। সোনার স্বচ্ছ বাজারের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল।
শুধু তাই নয়, এই নীতি লাগু হলে সোনার দাম কমতে পারে বলেও অনুমান করা হচ্ছে। জুয়েলার্সদের জন্যও উপযুক্ত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। সোনার স্বচ্ছ বাজারের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জেমস অ্যান্ড জুয়েলারি কাউন্সিল।
১৫ জুলাইয়ের সোনার দর: ১৫ জুলাই সোমবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৭৩,৭৫০ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৭,৬০০ টাকা।
১৫ জুলাইয়ের সোনার দর: ১৫ জুলাই সোমবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৭৩,৭৫০ টাকা। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৭,৬০০ টাকা।
রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার (১০ গ্রাম) দাম ৭৩,৯০০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৬৭,৭৫০ টাকা। মুম্বইতে ২৪ ও ২২ ক্যারেট সোনার (১০ গ্রাম) দাম যথাক্রমে ৭৩,৭৫০ এবং ৬৭.৬০০ টাকা। কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৭৩,৭৫০ টাকা। ২২ ক্যারেট বিক্রি হচ্ছে ৬৭,৬০০ টাকায়।
রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার (১০ গ্রাম) দাম ৭৩,৯০০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ৬৭,৭৫০ টাকা। মুম্বইতে ২৪ ও ২২ ক্যারেট সোনার (১০ গ্রাম) দাম যথাক্রমে ৭৩,৭৫০ এবং ৬৭.৬০০ টাকা। কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৭৩,৭৫০ টাকা। ২২ ক্যারেট বিক্রি হচ্ছে ৬৭,৬০০ টাকায়।