হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা

পায়ে প্লাস্টার, চোখে জল; হাসপাতাল থেকে হুইলচেয়ারে বেরিয়ে গোবিন্দা বললেন, ‘আমি মুখ্যমন্ত্রীর…’

মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা। হুইলচেয়ারে বসে আছেন তিনি। পায়ে প্লাস্টার। চোখে জল। এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাসপাতাল থেকে বেরিয়েই অনুরাগী এবং সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান অভিনেতা। হাত জোড় করে বলেন, “যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ধন্যবাদ জানান গোবিন্দা। নাম করে বলেন, “আমি মুখ্যমন্ত্রী শিন্ডে, পুলিশ এবং সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ভক্তদের অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দিনরাত প্রার্থনা করেছেন তাঁরা।’’

আরও পড়ুন– চলতি বছরের শেষেই বাজার পড়বে? বড় ভবিষ্যদ্বাণী করলেন Mark Spitznagel, আগেও মিলিয়েছেন দু’বার

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গোবিন্দা। এদিন তাঁর পরনে ছিল কালো রঙের ফুল হাতা জামা আর কালো রঙের ট্রাউজার্স। হাসপাতালের বাইরে অগণিত ভক্ত আর সংবাদমাধ্যমের উপস্থিতি দেখে চোখের কোণে জল চলে আসে অভিনেতার। ভক্তদের উদ্দেশ্যে হাত জোড় বারবার বলতে থাকেন, ‘‘আমাকে এভাবে ভালবাসার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।’’

গোবিন্দাকে হাসপাতাল থেকে আনতে গিয়েছিলেন স্ত্রী সুনীতা এবং মেয়ে টিনা আহুজা। জড়ো হয়েছিলেন অসংখ্য অনুরাগীও। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

মঙ্গলবার কলকাতা আসার কথা ছিল গোবিন্দার। ভোরে বাড়ি থেকে বেরনোর আগে রিভলবার নিচ্ছিলেন। সেই সময়ই আচমকা ফায়ার হয়। গুলি লাগে গোবিন্দার হাঁটুতে। তৎক্ষণাৎ মুম্বইয়ের সিটি কেয়ার এশিয়া হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।

আরও পড়ুন– মুম্বইয়ে ৩ বাড়ি, লখনউতে সুবিশাল ক্ষেত, দার্জিলিংয়ে বাংলো, আমেরিকায় ভিলা ! হাতে ছবি না থাকলেও এখনও গোবিন্দা ‘রাজা বাবু’, এত সম্পত্তি এল কীভাবে?

জানা গিয়েছে, ঘটনার সময় রিভ্লবার লোড ছিল। ৬টি গুলিই ভরা ছিল তাতে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোনও কারণে রিভলবারের নীচের অংশ ভেঙে যাওয়ায় ফায়ার হয়ে যায়। তবে বিষয়টা এখনও পরিস্কার নয়। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর হাসপাতালেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা গোবিন্দার সঙ্গে কথাও বলেছেন।

ঘটনার সময় স্ত্রী সুনীতা কলকাতায় ছিলেন। খবর পেতেই তড়িঘড়ি মুম্বই উড়ে যান তিনি। ওই দিনই অভিনেতার পা থেকে গুলি বের করেন চিকিৎসকরা। ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তারপর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।