বলিউডের একসময়ের সুপারস্টার গোবিন্দা। অভিনয়, কমেডি ও নাচের জাদুতে মগ্ন লক্ষ লক্ষ ভক্ত। গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দুই সন্তান রয়েছে। যশ ও টিনা। তবে আপনি কি জানেন, তাঁদের এক সন্তানের মৃত্যু হয়েছিল?

Govinda: ৩ মাসের কন্যাসন্তানকে হারিয়ে ভেঙে পড়েন গোবিন্দা, কী হয়েছিল সেদিন? মুখ খুললেন স্ত্রী সুনীতা

বলিউডের একসময়ের সুপারস্টার গোবিন্দা। অভিনয়, কমেডি ও নাচের জাদুতে মগ্ন লক্ষ লক্ষ ভক্ত। গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দুই সন্তান রয়েছে। যশ ও টিনা। তবে আপনি কি জানেন, তাঁদের এক সন্তানের মৃত্যু হয়েছিল?
বলিউডের একসময়ের সুপারস্টার গোবিন্দা। অভিনয়, কমেডি ও নাচের জাদুতে মগ্ন লক্ষ লক্ষ ভক্ত। গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দুই সন্তান রয়েছে। যশ ও টিনা। তবে আপনি কি জানেন, তাঁদের এক সন্তানের মৃত্যু হয়েছিল?
সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতা তাঁর সন্তানের মৃত্যু নিয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে।
সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতা তাঁর সন্তানের মৃত্যু নিয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে।
সুনীতার দাবি, মাত্র ৩ মাস বয়সে এক কন্যাসন্তানের মৃত্যু হয়েছিল। শিশুটি ছিল প্রিম্যাচিওর সন্তান।
সুনীতার দাবি, মাত্র ৩ মাস বয়সে এক কন্যাসন্তানের মৃত্যু হয়েছিল। শিশুটি ছিল প্রিম্যাচিওর সন্তান।
বড় ছেলে যশবর্ধনের জন্মের আগে মেয়ের মা হয়েছিলেন সুনীতা। কিন্তু সেই সন্তান মাত্র ৩ মাস বয়সেই মারা যায়।
বড় ছেলে যশবর্ধনের জন্মের আগে মেয়ের মা হয়েছিলেন সুনীতা। কিন্তু সেই সন্তান মাত্র ৩ মাস বয়সেই মারা যায়।
সন্তানের এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন গোবিন্দাও।
সন্তানের এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন গোবিন্দাও।
তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'একজন বাবা তার সন্তানকে হারিয়ে কী অবস্থার মধ্যে দিয়ে যায় তা কল্পনাও করা যায় না। এমন দুঃখের কথা শব্দে বর্ণনা করা মুশকিল'।
তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘একজন বাবা তার সন্তানকে হারিয়ে কী অবস্থার মধ্যে দিয়ে যায় তা কল্পনাও করা যায় না। এমন দুঃখের কথা শব্দে বর্ণনা করা মুশকিল’।
গোবিন্দা আরও বলেন, 'আমি আমার পরিবারে ১১টি মৃত্যু দেখেছি। আমার প্রথম মেয়ে যখন মারা যায় তখন তার বয়স মাত্র ৩। ওর ফুসফুসটাই তৈরি হয়নি তখন। ওকে বাঁচানো যায়নি'।
গোবিন্দা আরও বলেন, ‘আমি আমার পরিবারে ১১টি মৃত্যু দেখেছি। আমার প্রথম মেয়ে যখন মারা যায় তখন তার বয়স মাত্র ৩। ওর ফুসফুসটাই তৈরি হয়নি তখন। ওকে বাঁচানো যায়নি’।
এরপর জন্ম হয় যশের। সুনীতা জানান, 'যশের জন্মের ৮ বছর পর হয় টিনা। তাই যশকে বেশি আদরে বড় করা হয়েছে। আমরা কখনও সন্তানদের থেকে সেই থেকে দূরে থাকি না।'
এরপর জন্ম হয় যশের। সুনীতা জানান, ‘যশের জন্মের ৮ বছর পর হয় টিনা। তাই যশকে বেশি আদরে বড় করা হয়েছে। আমরা কখনও সন্তানদের থেকে সেই থেকে দূরে থাকি না।’