বিশ্বকাপে ব্যর্থতার জের, ইস্তফা জমা দিলেন ভারতের হকি কোচ গ্রাহাম রিড

#ভুবনেশ্বর: আধুনিক হকিতে ভারত অন্যতম সেরা দল তাতে সন্দেহ নেই। শারীরিক ফিটনেস থেকে শুরু করে স্ট্রেন্থ এবং স্ট্যামিনা – সব জায়গাতেই বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে টক্কর দিতে পারে ভারত। আর স্কিল নিয়ে কথা হবে না। তাহলেও কেন ব্যর্থতা? সত্যি বলতে কি দেশের মাটিতে হকি বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছে ভারত। হকিতে মনদীপ,মনপ্রীত, শামসের, শ্রীজেশরা এতটা হতাশ করবেন ভাবনার বাইরে ছিল।

২০১৯ সালে ভারতের পুরুষদের হকি দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন গ্রাহাম রিড। তাঁর নেতৃত্বে ভারতীয় হকির সব থেকে বড় সাফল্য ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতা। অলিম্পিক্সে ৪১ বছর পরে আবার পোডিয়ামে উঠেছিল ভারতীয় হকি দল। কিন্তু এবারের বিশ্বকাপে নবম স্থানে শেষ করেছে ভারত। তার পরেই হকি দলের কোচের পদ ছেড়েছেন রিড।

কোচের ইস্তফাপত্র গ্রহণ করেছে ফেডারেশন। সভাপতি দিলীপ বলেছেন, রিড ও তাঁর দলকে অনেক ধন্যবাদ। ভারতীয় দলের হকির উন্নতির জন্য তাঁরা অনেক কিছু করেছেন। অলিম্পিক্সে আমরা সাফল্য পেয়েছি। কিন্তু এবার সময় হয়েছে নতুন কোচের হাতে দলকে তুলে দেওয়ার। দলের বাকি সাপোর্ট স্টাফ গ্রেগ ক্লার্ক ও মিচেল ডেভিড পেম্বারটনও ইস্তফা দিয়েছেন।

তবে খুব তাড়াতাড়ি ভারতের হকি কোচ নির্বাচন করা হবে। সামনে এশিয়ান গেমস রয়েছে। ২০২৪ প্যারিস অলিম্পিক রয়েছে। পাশাপাশি খেলোয়াড়দেরও বুঝিয়ে দেওয়া হয়েছে খারাপ পারফরমেন্স বেশিদিন সহ্য করা হবে না। যত বড় তারকাই হন, প্রথম করতে না পারলে বাদ পড়তে হবে।