কলকাতা: হাইকোর্টের ইউটিউব লাইভ স্ট্রিমিং হ্যাকারদের কবলে? সোমবার বিচারপতি শুভেন্দু সামন্তের এজলাস থেকে লাইভ স্ট্রিমিংয়ের সময় আচমকাই এক ব্যক্তির অশ্লীল ছবি দেখা যায়৷ সঙ্গে সঙ্গেই লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়৷ যদিও এই ঘটনায় বিচারপ্রক্রিয়া কোনও ভাবে ব্যাহত হয়নি বলেই কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে৷
হাইকোর্ট সূত্রে খবর, ঘটনার সময় আদালতের দৃষ্টি আকর্ষণ পর্ব চলছিল৷ অশ্লীল ছবি নজরে আসতেই লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়৷ পরবর্তীকালে আদালতের কার্যবিবরণী থেকে ওই অংশটি বাদ দেয় কলকাতা হাইকোর্টের তথ্যপ্রযুক্তি বিভাগ।
আরও পড়ুন: ‘আমার ৮৩ কেজি ওজন, ভদ্রমহিলার চল্লিশ কেজি!’ পুলিশি জিজ্ঞাসাবাদের পর মুখ খুললেন তন্ময়
হাইকোর্ট সূত্রে খবর, সকালে ১০-১৫ সেকেন্ডের জন্য লাইভ স্ট্রিমিংয়ের সময় এই বিপত্তি ঘটে৷ তবে দিনভর ৬ ঘন্টা ৪২ মিনিট লাইভ স্ট্রিমিংয়ে কোনও সমস্যা হয়নি।
বিষয়টি নিয়ে জলঘোলা হয়ে দিল্লিতেও খবর পৌঁছয়। হাইকোর্ট সূত্রে খবর,
কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের থেকে ঘটনা নিয়ে খোঁজখবর নেওয়া হয় কলকাতা হাইকোর্টের থেকে।
কলকাতা হাইকোর্টই প্রথম নয়, এর আগে গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং প্রক্রিয়াও হ্যাকারদের কবলে পড়ে৷ তবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের মাঝে ক্রিপ্টো কারেন্সির প্রচার করা হয়েছিল৷