lemon

Health And Beauty Care: এক টুকরো লেবুতেই বাজিমাত, বন্ধ হবে চুল পড়া, চুল হবে ঘন-কালো, টাকে গজাবে চুল, ত্বক হবে মখমলের মত, কীভাবে ব্যবহার করবেন? পড়ুন

লেবু একাই একশো।  আয়ুর্বেদেও লেবুকে বিভিন্ন রোগ নিরাময়ে উপকারী বলে মনে করা হয়। আয়ুর্বেদ চিকিৎসক ডা. কিষণ লাল জানান, লেবু  ভিটামিন সি-এর অত্যন্ত ভাল উৎস। এটি বিভিন্ন খাবার এবং নানা স্বাদের পানীয় তৈরিতে ব্যবহার করা হয়। লেমনেড ছাড়াও চা ও স্যালাডেও লেবু ব্যবহার করা হয়। লেবুর রস এবং খোসা উভয়ই রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়।
লেবু একাই একশো।  আয়ুর্বেদেও লেবুকে বিভিন্ন রোগ নিরাময়ে উপকারী বলে মনে করা হয়। আয়ুর্বেদ চিকিৎসক ডা. কিষণ লাল জানান, লেবু  ভিটামিন সি-এর অত্যন্ত ভাল উৎস। এটি বিভিন্ন খাবার এবং নানা স্বাদের পানীয় তৈরিতে ব্যবহার করা হয়। লেমনেড ছাড়াও চা ও স্যালাডেও লেবু ব্যবহার করা হয়। লেবুর রস এবং খোসা উভয়ই রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়।
আয়ুর্বেদিক চিকিৎসক কিষণ লাল বলেন, লেবুর রস ও চিনি মিশিয়ে মাথার তালুতে ঘষে ৫ থেকে ৭ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে, এতে মাথার খুশকি ও ময়লা দূর হবে এবং চুল পরিষ্কার হবে। এছাড়াও লেবুর রসের সঙ্গে হরিতকি মিশিয়ে চুল ধুলে মাথার ময়লা দূর হয়।
আয়ুর্বেদিক চিকিৎসক কিষণ লাল বলেন, লেবুর রস ও চিনি মিশিয়ে মাথার তালুতে ঘষে ৫ থেকে ৭ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে, এতে মাথার খুশকি ও ময়লা দূর হবে এবং চুল পরিষ্কার হবে। এছাড়াও লেবুর রসের সঙ্গে হরিতকি মিশিয়ে চুল ধুলে মাথার ময়লা দূর হয়।
লেবুর রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়, চুল লম্বা ও কালো হয়। এক ফালি লেবু চুলে ঘষে নিয়ে কিছুক্ষণ পরে জলে ধুয়ে ফেলুন, চুল পড়া বন্ধ হবে।
লেবুর রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে লাগালে চুল পড়া বন্ধ হয়, চুল লম্বা ও কালো হয়। এক ফালি লেবু চুলে ঘষে নিয়ে কিছুক্ষণ পরে জলে ধুয়ে ফেলুন, চুল পড়া বন্ধ হবে।
লেবু চুল কালো রাখে। লেবুর বীজ জলে খুব মিহি করে পিষে নিন। মাথার যে-সব জায়গায় চুল গজাচ্ছে না, সেখানে লেবুর বীজের রস মাখান। এরপর চুল ধুয়ে বিশুদ্ধ নারকেল তেল লাগান। দেখবেন, কয়েকদিনেই চুল সুন্দর, লম্বা ও কালো হয়ে যাবে।
লেবু চুল কালো রাখে। লেবুর বীজ জলে খুব মিহি করে পিষে নিন। মাথার যে-সব জায়গায় চুল গজাচ্ছে না, সেখানে লেবুর বীজের রস মাখান। এরপর চুল ধুয়ে বিশুদ্ধ নারকেল তেল লাগান। দেখবেন, কয়েকদিনেই চুল সুন্দর, লম্বা ও কালো হয়ে যাবে।
সমপরিমাণ রসুন ও লেবুর রস মিশিয়ে চুলে কয়েকদিন মালিশ করলে উকুনের সমস্যার হাত থেকে রেহাই মিলবে। অর্ধেক লেবু আগুনে গরম করে মাথায় ভাল করে ঘষে নিতে হবে। এতে মাথার তালুতে যে তাপ উৎপন্ন হয় তা তাৎক্ষণিক স্বস্তি দেয় এবং মনে সতেজতা ও শক্তি আনে।

সমপরিমাণ রসুন ও লেবুর রস মিশিয়ে চুলে কয়েকদিন মালিশ করলে উকুনের সমস্যার হাত থেকে রেহাই মিলবে। অর্ধেক লেবু আগুনে গরম করে মাথায় ভাল করে ঘষে নিতে হবে। এতে মাথার তালুতে যে তাপ উৎপন্ন হয় তা তাৎক্ষণিক স্বস্তি দেয় এবং মনে সতেজতা ও শক্তি আনে।