Nabanna: কোথায় ক’টা সিসিটিভি? ক’জন সিকিওরিটি গার্ড..রেস্টরুম আছে কি? এবার জেলা জেলা থেকে খবর চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার রেশ৷ এবার রাজ্যজুড়ে মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাগুলোর নিরাপত্তা ব্যবস্থা কী? সিসিটিভি, সিকিওরিটি গার্ড, রেস্টরুম কত সংখ্যায় রয়েছে? স্বাস্থ্য দফতরের অধীনে থাকা এই হাসপাতালগুলির কাছ থেকে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর।

আজ, বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর ভার্চুয়াল বৈঠক করে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপারদের নিয়ে। সেই বৈঠকেই এই রিপোর্ট চাওয়া হয়েছে বলেই স্বাস্থ্য দফতর সূত্রের খবর। চলতি সপ্তাহের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ড নিয়ে ঝাঁঝ বাড়াতে মরিয়া বিজেপি! আজ থেকে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে ধরনা

ইতিমধ্যেই রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল চেয়ে অর্থ দফতরে প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য দফতর।

গতকাল, অর্থাৎ, বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বৈঠক করে বিভিন্ন হাসপাতালগুলি সুরক্ষা ব্যবস্থা কী রয়েছে তা জানতে চায়।

আরও পড়ুন: কেন্দ্রে গঠন হয়নি কোনও সংসদীয় কমিটি, স্ক্রুটিনি ছাড়াই হচ্ছে বিল পাশ! এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল

তারপরই রাজ্যের তরফে এবার মহকুমা হাসপাতাল, সুপারস্পেশালিটি ও স্টেট জেনারেল হাসপাতালগুলিরও নিরাপত্তা ব্যবস্থার ক্ষতিয়ান চাইল বলেই স্বাস্থ্য দফতর সূত্রে খবর।