Bottle Tree

Health Tips: ফুল দেখতে টুথব্রাশের মত, ‘পেটমোটা’ এই গাছ গোটাটাই ‘মহৌষধ’, হাঁপানি থেকে ইউরিন ইনফেকশন সারায়, দূর করে কাশি, কোষ্ঠকাঠিন্য, জেনে নিন কীভাবে খেলে ফল পাবেন

প্রায়ই দেখা যায় আমাদের চারপাশে এমন অনেক গাছপালা থাকে যাদের মধ্যে প্রচুর ঔষধি গুণ থাকে। এগুলি নানা ঔষধি গুণে ভরপুর হওয়ায় আমাদের শরীরের নানা ধরনের রোগ নিরাময় করা যায়। বিশেষ করে ভারতের পাহাড়ি অঞ্চলে এবং গ্রামেগঞ্জে এমন অনেক দুর্লভ ঔষধি গুণের গাছ পাওয়া যায় যা আমাদের রোগব্যাধি সারাতে অত্যন্ত কার্যকর। এমনই একটি গাছ হল বটল ট্রি।
প্রায়ই দেখা যায় আমাদের চারপাশে এমন অনেক গাছপালা থাকে যাদের মধ্যে প্রচুর ঔষধি গুণ থাকে। এগুলি নানা ঔষধি গুণে ভরপুর হওয়ায় আমাদের শরীরের নানা ধরনের রোগ নিরাময় করা যায়। বিশেষ করে ভারতের পাহাড়ি অঞ্চলে এবং গ্রামেগঞ্জে এমন অনেক দুর্লভ ঔষধি গুণের গাছ পাওয়া যায় যা আমাদের রোগব্যাধি সারাতে অত্যন্ত কার্যকর। এমনই একটি গাছ হল বটল ট্রি।
বটল ট্রি তেমন জনপ্রিয় না হলেও এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ। এটি এমন একটি গাছ যার ফুল দেখতে হুবহু টুথব্রাশের মতো। এই গাছের নানা অংশ ঔষধি গুণে ভরপুর। বলা হয় এটি ইউরিন ইনফেকশনেও খুবই উপকারী। এমনকি এনার্জি ড্রিঙ্কও তৈরি হয় এই গাছ থেকে। এর পাশাপাশি এর রস কাশির রোগীদের তাৎক্ষণিক উপকার দেয়। এছাড়া আরও অনেক রোগেও এটি উপকারী প্রমাণিত হয়েছে। আয়ুর্বেদেও এই গাছটি বিশেষ গুরুত্বপূর্ণ।
বটল ট্রি তেমন জনপ্রিয় না হলেও এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ। এটি এমন একটি গাছ যার ফুল দেখতে হুবহু টুথব্রাশের মতো। এই গাছের নানা অংশ ঔষধি গুণে ভরপুর। বলা হয় এটি ইউরিন ইনফেকশনেও খুবই উপকারী। এমনকি এনার্জি ড্রিঙ্কও তৈরি হয় এই গাছ থেকে। এর পাশাপাশি এর রস কাশির রোগীদের তাৎক্ষণিক উপকার দেয়। এছাড়া আরও অনেক রোগেও এটি উপকারী প্রমাণিত হয়েছে। আয়ুর্বেদেও এই গাছটি বিশেষ গুরুত্বপূর্ণ।
মোরাদাবাদের দয়ানন্দ ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যার সহকারী অধ্যাপক ডা. সীমা জানিয়েছেন যে, এই গাছটির সাধারণ নাম মাদাগাস্কার বটল ট্রি। এর পাশাপাশি এই গাছটির বোটানিক্যাল নাম মোরিঙ্গা ড্রোহার্ডি। এটি মোরিঙ্গাসি পরিবারের সদস্য। তিনি আমাদের আরও বলেন যে, এই গাছের ফুল দেখতে খুবই সুন্দর। অবাক করার মতো ব্যাপার হল এর ফুল দেখতে হুবহু টুথব্রাশের মতো। তিনি বলেন, এর ঔষধি গুণের কথা যদি বলা হয় তবে, এটি ইউরিন ইনফেকশনে খুবই কার্যকর।
মোরাদাবাদের দয়ানন্দ ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যার সহকারী অধ্যাপক ডা. সীমা জানিয়েছেন যে, এই গাছটির সাধারণ নাম মাদাগাস্কার বটল ট্রি। এর পাশাপাশি এই গাছটির বোটানিক্যাল নাম মোরিঙ্গা ড্রোহার্ডি। এটি মোরিঙ্গাসি পরিবারের সদস্য। তিনি আমাদের আরও বলেন যে, এই গাছের ফুল দেখতে খুবই সুন্দর। অবাক করার মতো ব্যাপার হল এর ফুল দেখতে হুবহু টুথব্রাশের মতো। তিনি বলেন, এর ঔষধি গুণের কথা যদি বলা হয় তবে, এটি ইউরিন ইনফেকশনে খুবই কার্যকর।
এছাড়া এটি থেকে এনার্জি ড্রিঙ্কও তৈরি করা হয়। এছাড়াও যদি কারও কাশির সমস্যা থাকে তবে, এর রস পান করলে তারা তাৎক্ষণিক উপশম পাবেন। এই গাছে শুধু গ্রীষ্মকালেই ফুল ফোটে। এটি কোষ্ঠকাঠিন্য বিরোধী, হাঁপানি বিরোধী সহ নানা গুণে আমাদের উপকার করে। তবে এটি ব্যবহার করার আগে আমাদের অবশ্যই একবার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে।
এছাড়া এটি থেকে এনার্জি ড্রিঙ্কও তৈরি করা হয়। এছাড়াও যদি কারও কাশির সমস্যা থাকে তবে, এর রস পান করলে তারা তাৎক্ষণিক উপশম পাবেন। এই গাছে শুধু গ্রীষ্মকালেই ফুল ফোটে। এটি কোষ্ঠকাঠিন্য বিরোধী, হাঁপানি বিরোধী সহ নানা গুণে আমাদের উপকার করে। তবে এটি ব্যবহার করার আগে আমাদের অবশ্যই একবার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে।