Delhi Torrential Rain: দিল্লিতে দাপটে বৃষ্টি! জারি রেড অ্যালার্ট, ছেলেকে নিয়ে নর্দমায় ডুবল মা, একাধিক মৃত্যু

নয়াদিল্লি: বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি৷ রাজধানীর গাজিপুরে জলমগ্ন নর্দমায় ডুবে মৃত্যু হয়েছে এক ২২ বছরের তরুণী এবং তাঁর শিশুর৷ পৃথক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন৷ ভারী বৃষ্টিতে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর পথঘাট৷ রাস্তা না নদী আলাদা করে বোঝা অসম্ভব৷

পুলিশ জানিয়েছে, গত বুধবার গাজিপুর এলাকার খোদা কলোনির কাছে জলমগ্ন নর্দমায় ডুবে ২২ বছরের এক তরুণী তনুজা ও তাঁর তিন বছরের ছেলে প্রিয়াংশের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ছেলেকে নিয়ে সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন তনুজা৷ সেখান থেকে ফেরার পথে ৮টার নাগাদ তাঁরা পিছলে জলমগ্ন ড্রেনে পড়ে যান। পরে ডুবুরি ও ক্রেনের সাহায্যে তাঁদের বের করে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

শুধু তাই নয়৷ বুধবার রাত ১০টার দিকে গুরুগ্রামের ইফকো চক মেট্রো স্টেশনের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন তিনজন। পুলিশ জানিয়েছে,  “ ওই এলাকায় জল জমে ছিল৷ তার উপরে ভেঙে পড়েছিল একটি গাছ৷ তাতে ছিঁড়ে যায় বৈদ্যুতিক তারও। জমা জলে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পুলিশ নিহতদের মরদেহ হাসপাতালে পাঠিয়েছে৷’’

আরও পড়ুন: রাজ্যের এক্তিয়ারে কেন্দ্রের হস্তক্ষেপ! ন্যায় সংহিতা আলোচনায় বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য

এমন পরিস্থিতিতে দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে দিল্লি প্রশাসন৷ দিল্লির শিক্ষামন্ত্রী অতিসি গত বুধবার গভীর রাতে ঘোষণা করেন, বৃহস্পতিবার দিল্লির সমস্ত স্কুল বন্ধ থাকবে৷ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি জানান, ‘প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আগামী ১ অগাস্ট সরকারি এবং বেসরকারি উভয় স্কুলই বন্ধ থাকবে’৷

গত বুধবার দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি৷ পূর্বাভাস বলছে পরবর্তী ২৪ ঘণ্টায় নর্থ দিল্লি, সেন্ট্রাল দিল্লি, নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি, সাউথ-ইস্ট দিল্লি, ইস্ট দিল্লি এবং এনসিআর এলাকায় ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷

আরও পড়ুন: দিল্লি থেকে ফিরেই ঘরের কাজে জোর! ১০ অগাস্টের বৈঠক ঘিরে তোড়জোড়, বড় সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক

বৃষ্টির এই স্পেল আগামী ৫ অগাস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ ইতিমধ্যেই বাতিল হয়েছে বহু বিমান৷ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে প্রশাসন৷