আরজি কর কাণ্ডের জের… হাসপাতালগুলির সিসিটিভির উপর জোর! নবান্নে পৌঁছল রিপোর্ট

রাজ্যজুড়ে ২৮টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন। প্রয়োজন প্রায় ৯০০টি রেস্ট রুম ও দুই হাজার সিকিউরিটির। রিপোর্ট আসার পর তা নবান্নে পাঠাল স্বাস্থ্য দফতর। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর দফতরেও পাঠানো হয়েছে রিপোর্ট।

স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজে সিসিটিভি থাকলেও তারা বাড়ানোর কথা বলেছেন। অনেক কলেজে আবার পর্যাপ্ত সিসিটিভিও নেই, সেই তথ্য উঠে এসেছে বিভিন্ন মেডিক্যাল কলেজের তরফে পাঠানো স্বাস্থ্য দফতরের রিপোর্টে। সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সহ কয়েকটি হাসপাতাল থেকে।

আরজি কর কাণ্ডে এবার সামনে সিসিটিভি ফুটেজ৷ গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ এবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, ৯ অগাস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

সূত্রের খবর, যে ফুটেজ সামনে এসেছে, সেটি ৯ অগাস্ট ভোর ৪.০৩ মিনিটের৷ ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট হাতে গলায় হেডফোন ঝুলিয়ে হাসপাতালের চারতলার ওই করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়৷ পুলিশি তদন্তে দাবি করা হয়েছিল, ভোর চারটের পরই আরজি করের ওই তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়েছিল৷ সূত্রের খবর, যে সময় সঞ্জয়কে করিডর দিয়ে ঢুকতে দেখা যায়, তার মিনিট চল্লিশ পর তাকে সেমিনার রুমের দিক থেকে বেরিয়েও আসতে দেখা গিয়েছে৷ যদিও সঞ্জয়ের বেরিয়ে আসার সেই ফুটেজ এখনও প্রকাশ্যে আসেনি৷