Home Loan Calculator: SBI থেকে ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নিয়েছেন ? জানেন মোট কত ব্যাঙ্কে ফেরত দিতে হবে?

সকলেরই স্বপ্ন থাকে নিজেদের একটা বাড়ি করা। এর জন্য অনেকেই হোম লোনের উপরে নির্ভর করে। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে এই হোম লোন অফার করে থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও এই হোম লোন দেওয়া হয়।
সকলেরই স্বপ্ন থাকে নিজেদের একটা বাড়ি করা। এর জন্য অনেকেই হোম লোনের উপরে নির্ভর করে। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে এই হোম লোন অফার করে থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও এই হোম লোন দেওয়া হয়।
কেউ যদি SBI থেকে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মাত্র ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নেন, তাহলে EMI কত হতে পারে এবং তাঁকে মোট কত টাকা ব্যাঙ্কে ফেরত দিতে হতে পারে?
কেউ যদি SBI থেকে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মাত্র ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নেন, তাহলে EMI কত হতে পারে এবং তাঁকে মোট কত টাকা ব্যাঙ্কে ফেরত দিতে হতে পারে?
এক নজরে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মাত্র ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নিলে কত টাকার EMI দিতে হবে এবং মোট কত টাকা ব্যাঙ্কে ফেরত দিতে হবে।
এক নজরে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মাত্র ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নিলে কত টাকার EMI দিতে হবে এবং মোট কত টাকা ব্যাঙ্কে ফেরত দিতে হবে।
SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ এপ্রিল, ২০২৪ থেকে ৯.১৫ শতাংশ প্রাথমিক সুদের হারে হোম লোন অফার করছে। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মাত্র ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নিলে, ৯.১৫ শতাংশ প্রাথমিক হারে সুদ দিতে হবে।
SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ এপ্রিল, ২০২৪ থেকে ৯.১৫ শতাংশ প্রাথমিক সুদের হারে হোম লোন অফার করছে। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে মাত্র ১০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার হোম লোন নিলে, ৯.১৫ শতাংশ প্রাথমিক হারে সুদ দিতে হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৯.১৫ শতাংশ প্রাথমিক সুদের হারে হোম লোন দেওয়া হচ্ছে, সেই সমস্ত গ্রাহকদের যাঁদের CIBIL স্কোর প্রায় ৮০০। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে হোম লোণ পেতে হলে সিভিল স্কোর ভাল হতে হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৯.১৫ শতাংশ প্রাথমিক সুদের হারে হোম লোন দেওয়া হচ্ছে, সেই সমস্ত গ্রাহকদের যাঁদের CIBIL স্কোর প্রায় ৮০০। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে হোম লোণ পেতে হলে সিভিল স্কোর ভাল হতে হবে।
এই ভিত্তিতে, কেউ যদি মাত্র ১০ বছরের জন্য SBI থেকে ৪০ লক্ষ টাকার হোম লোন নেন, তাহলে হিসাব অনুযায়ী, তাঁর মাসিক EMI হবে ৫০,৯৯৬ টাকা। হিসাব অনুযায়ী, তাঁকে এই হোম লোনে মোট ২১,১৯,৪৭২ টাকা সুদ দিতে হবে।
এই ভিত্তিতে, কেউ যদি মাত্র ১০ বছরের জন্য SBI থেকে ৪০ লক্ষ টাকার হোম লোন নেন, তাহলে হিসাব অনুযায়ী, তাঁর মাসিক EMI হবে ৫০,৯৯৬ টাকা। হিসাব অনুযায়ী, তাঁকে এই হোম লোনে মোট ২১,১৯,৪৭২ টাকা সুদ দিতে হবে।
৪০ লক্ষ টাকার এই হোম লোনের বিনিময়ে, তাঁকে ব্যাঙ্কে মোট ৬১,১৯,৪৭২ টাকা পরিশোধ করতে হবে।
৪০ লক্ষ টাকার এই হোম লোনের বিনিময়ে, তাঁকে ব্যাঙ্কে মোট ৬১,১৯,৪৭২ টাকা পরিশোধ করতে হবে।