Astro Tips: বাচ্চার নজর লেগে গিয়েছে? আগে কাজে লাগান এই ঘরোয়া টোটকা…অব্যর্থ প্রতিকার

বাচ্চাদের নজর লেগে যাওয়া খুবই সাধারণ ঘটনা৷ এমন ক্ষেত্রে বাড়ির বড়রা অনেক সময়েই ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করতেন, যার অনেককিছুই আমাদের অজানা রয়ে গিয়েছে৷
বাচ্চাদের নজর লেগে যাওয়া খুবই সাধারণ ঘটনা৷ এমন ক্ষেত্রে বাড়ির বড়রা অনেক সময়েই ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করতেন, যার অনেককিছুই আমাদের অজানা রয়ে গিয়েছে৷
বাচ্চাদের নজর লেগে যাওয়া খুবই সাধারণ ঘটনা৷ এমন ক্ষেত্রে বাড়ির বড়রা অনেক সময়েই ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করতেন, যার অনেককিছুই আমাদের অজানা রয়ে গিয়েছে৷
বাচ্চাদের নজর লেগে যাওয়া খুবই সাধারণ ঘটনা৷ এমন ক্ষেত্রে বাড়ির বড়রা অনেক সময়েই ঘরোয়া কিছু টোটকা ব্যবহার করতেন, যার অনেককিছুই আমাদের অজানা রয়ে গিয়েছে৷
হরিদ্বারের জ্যোতিষী শ্রীধর শাস্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বাচ্চাদের কুনজর থেকে দূরে রাখার জন্য একাধিক মোক্ষম ঘরোয়া টোটকা পরামর্শ দেন৷ এই প্রতিবেদনে সেইগুলিই উল্লেখ করব আমরা৷
হরিদ্বারের জ্যোতিষী শ্রীধর শাস্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বাচ্চাদের কুনজর থেকে দূরে রাখার জন্য একাধিক মোক্ষম ঘরোয়া টোটকা পরামর্শ দেন৷ এই প্রতিবেদনে সেইগুলিই উল্লেখ করব আমরা৷
তবে মনে রাখবেন, শিশুর শরীর খারাপ হলে সবার প্রথমে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত৷ কোনও ঘরোয়া টোটকাই আধুনিক চিকিৎসার বিকল্প নয়৷
তবে মনে রাখবেন, শিশুর শরীর খারাপ হলে সবার প্রথমে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত৷ কোনও ঘরোয়া টোটকাই আধুনিক চিকিৎসার বিকল্প নয়৷
. জ্যোতিষী শ্রীধর শাস্ত্রী লোকাল ১৮-এর সাথে কথোপকথনকালে জানান, অনেক বাচ্চাই খুব ঘন ঘন অসুস্থ হতে থাকে৷ একবার ওষুধ খেয়ে সেরে উঠে দু’দিন পরে আবার কোনও অসুখে ভুগতে শুরু করে৷ সেক্ষেত্রে, এই সমস্ত শিশু বারবার কুনজরে আক্রান্ত হয় বলে মনে করা হয়৷
. জ্যোতিষী শ্রীধর শাস্ত্রী লোকাল ১৮-এর সাথে কথোপকথনকালে জানান, অনেক বাচ্চাই খুব ঘন ঘন অসুস্থ হতে থাকে৷ একবার ওষুধ খেয়ে সেরে উঠে দু’দিন পরে আবার কোনও অসুখে ভুগতে শুরু করে৷ সেক্ষেত্রে, এই সমস্ত শিশু বারবার কুনজরে আক্রান্ত হয় বলে মনে করা হয়৷
বাচ্চাদের নজর লেগে গেলে তাদের মাথায় সাত ৭ বার লবণ ও শুকনো লাল লঙ্কা ঘুরিয়ে আগুনে ফেলার এই কৌশলটি প্রাচীনকাল থেকেই চলে আসছে আসছে৷ শিশুদের উপর থেকে কুদৃষ্টি দূর করার এই পদ্ধতিটি আগের মতোই আজও কার্যকর।
বাচ্চাদের নজর লেগে গেলে তাদের মাথায় সাত ৭ বার লবণ ও শুকনো লাল লঙ্কা ঘুরিয়ে আগুনে ফেলার এই কৌশলটি প্রাচীনকাল থেকেই চলে আসছে আসছে৷ শিশুদের উপর থেকে কুদৃষ্টি দূর করার এই পদ্ধতিটি আগের মতোই আজও কার্যকর।
৭টি লাল শুকনো লঙ্কা এবং লবণ একটি মুঠোয় ধরে শিশুর বাঁদিক থেকে সাত বার মাথার পিছনে ঘুরিয়ে ডান হাতের দিকে নিয়ে যেতে হবে৷ এভাবে সাত বার ঘোরানোর পরে সেই নুন ও লঙ্কা আগুনে পুড়িয়ে ফেলতে হবে৷ এতে শিশুর উপর থেকে কুনজর সরে যায় বলে মনে করা হয়৷
৭টি লাল শুকনো লঙ্কা এবং লবণ একটি মুঠোয় ধরে শিশুর বাঁদিক থেকে সাত বার মাথার পিছনে ঘুরিয়ে ডান হাতের দিকে নিয়ে যেতে হবে৷ এভাবে সাত বার ঘোরানোর পরে সেই নুন ও লঙ্কা আগুনে পুড়িয়ে ফেলতে হবে৷ এতে শিশুর উপর থেকে কুনজর সরে যায় বলে মনে করা হয়৷
Disclaimer: শিশুদের প্রভাবিত করে এমন কাজ করা থেকে সর্বদা বিরত থাকা উচিত৷ বাচ্চার শরীর খারাপ হলে অবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে যান৷ নজর লেগে যাওয়া সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে হরিদ্বারের বিজ্ঞ জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন৷ তাঁর ফোন নম্বর 9557125411 এবং 9997509443৷ এই নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য পেতে পারেন।
Disclaimer: শিশুদের প্রভাবিত করে এমন কাজ করা থেকে সর্বদা বিরত থাকা উচিত৷ বাচ্চার শরীর খারাপ হলে অবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে যান৷ নজর লেগে যাওয়া সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে হরিদ্বারের বিজ্ঞ জ্যোতিষী পণ্ডিত শ্রীধর শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন৷ তাঁর ফোন নম্বর 9557125411 এবং 9997509443৷ এই নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য পেতে পারেন।