ICICI ব্যাঙ্কে ৩০ মাস মেয়াদে ৩ হাজার টাকার RD করেছেন? কত রিটার্ন পাবেন দেখে নিন

ফিক্সড ডিপোজিটে একলপ্তে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু একসঙ্গে মোটা টাকা বিনিয়োগের সামর্থ্য না থাকলে কী হবে? সেক্ষেত্রে রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম আদর্শ। এই স্কিমে প্রতি মাসে টাকা জমা দিতে হয়। ম্যাচিউরিটিতে সুদ-সহ রিটার্ন পান গ্রাহক। নিরাপদ বিনিয়োগগুলির মধ্যে রেকারিং ডিপোজিট অন্যতম।
ফিক্সড ডিপোজিটে একলপ্তে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু একসঙ্গে মোটা টাকা বিনিয়োগের সামর্থ্য না থাকলে কী হবে? সেক্ষেত্রে রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম আদর্শ। এই স্কিমে প্রতি মাসে টাকা জমা দিতে হয়। ম্যাচিউরিটিতে সুদ-সহ রিটার্ন পান গ্রাহক। নিরাপদ বিনিয়োগগুলির মধ্যে রেকারিং ডিপোজিট অন্যতম।
বিনিয়োগকারী সামান্য টাকা বিনিয়োগ করেও দীর্ঘমেয়াদে বড় তহবিল জমাতে পারেন। প্রতি মাসে ব্যাঙ্ক কিস্তির মতো বিনিয়োগ করতে হয়। জমা পরিমাণের উপর সুদ দেয় ব্যাঙ্ক। উল্লেখযোগ্য বিষয় হল, রেকারিং ডিপোজিটে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ মেলে।
বিনিয়োগকারী সামান্য টাকা বিনিয়োগ করেও দীর্ঘমেয়াদে বড় তহবিল জমাতে পারেন। প্রতি মাসে ব্যাঙ্ক কিস্তির মতো বিনিয়োগ করতে হয়। জমা পরিমাণের উপর সুদ দেয় ব্যাঙ্ক। উল্লেখযোগ্য বিষয় হল, রেকারিং ডিপোজিটে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ মেলে।
আইসিআইসিআই ব্যাঙ্কে ৬ মাস থেকে ১০ বছর মেয়াদে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। বিনিয়োগকারীকে বার্ষিক ৪.৭৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ১৫, ১৮, ২১ এবং ২৪ মাসের রেকারিং ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি।

আইসিআইসিআই ব্যাঙ্কে ৬ মাস থেকে ১০ বছর মেয়াদে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। বিনিয়োগকারীকে বার্ষিক ৪.৭৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ১৫, ১৮, ২১ এবং ২৪ মাসের রেকারিং ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি।
এখন কেউ যদি আইসিআইসিআই ব্যাঙ্কে ৩০ মাস মেয়াদের রেকারিং ডিপোজিটে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত রিটার্ন পাবেন?
এখন কেউ যদি আইসিআইসিআই ব্যাঙ্কে ৩০ মাস মেয়াদের রেকারিং ডিপোজিটে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত রিটার্ন পাবেন?
৩০ মাসের রেকারিং ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ফলে ৩ হাজার টাকার রেকারিং ডিপোজিটে মোট জমার পরিমাণ হবে ৯০ হাজার। সুদ হিসেবে মিলবে ৮,৫৬৩ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে তিনি ৯৮,৫৬৩ টাকা রিটার্ন পাবেন। অন্য দিকে প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান।
৩০ মাসের রেকারিং ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ফলে ৩ হাজার টাকার রেকারিং ডিপোজিটে মোট জমার পরিমাণ হবে ৯০ হাজার। সুদ হিসেবে মিলবে ৮,৫৬৩ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে তিনি ৯৮,৫৬৩ টাকা রিটার্ন পাবেন। অন্য দিকে প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান।
ফলে ৩০ মাসের রেকারিং ডিপোজিটে প্রবীণ নাগরিকদের সুদের হার হবে ৭.৫০ শতাংশ। ফলে জমার পরিমাণ ৯০ হাজার হলেও সুদ হবে ৯,২০৮ টাকা। ফলে ৩ হাজার টাকার রেকারিং ডিপোজিটে ৯৯,২০৮ টাকা রিটার্ন মিলবে।
ফলে ৩০ মাসের রেকারিং ডিপোজিটে প্রবীণ নাগরিকদের সুদের হার হবে ৭.৫০ শতাংশ। ফলে জমার পরিমাণ ৯০ হাজার হলেও সুদ হবে ৯,২০৮ টাকা। ফলে ৩ হাজার টাকার রেকারিং ডিপোজিটে ৯৯,২০৮ টাকা রিটার্ন মিলবে।
প্রসঙ্গত বলে রাখা ভাল যে, ব্যাঙ্ক রেকারিং ডিপোজিটে সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। টাকা জমা করতে হয় ১০০ টাকার গুণিতকে। বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। তবে সুদের আয় করযোগ্য। এর উপর টিডিএস কাটা হয়। তবে এর বড় সুবিধা হল, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিপরীতে লোন পাওয়া যায়।
প্রসঙ্গত বলে রাখা ভাল যে, ব্যাঙ্ক রেকারিং ডিপোজিটে সর্বনিম্ন ৫০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। টাকা জমা করতে হয় ১০০ টাকার গুণিতকে। বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই। তবে সুদের আয় করযোগ্য। এর উপর টিডিএস কাটা হয়। তবে এর বড় সুবিধা হল, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিপরীতে লোন পাওয়া যায়।