হিমসাগর– হিমসাগর পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয়। এই আমের মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে ভিন্ন। তাই সারা পৃথিবীতে স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিক ভাবে প্রচুর পরিমাণে চাষ করা হয়। হিমসাগর আম এতই জনপ্রিয় যে, এই আমকে আমের রাজা বলা হয়। এই আমের ভিতরের রং হলুদ-কমলা এবং কোন আঁশ নেই। প্রচুর পরিমাণে চাষের কারণেই এর নাম সম্ভবত সাগরের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে।

Knowledge Story: গোপন কথা! আম মিষ্টি কিনা কী দেখে বুঝবেন? ‘এই’ উপায়টা জানা থাকলেই বাজিমাত

আম তো ফলের রাজা। একথা আর কে না জানে। কিন্তু টক আম খেতে আর কার ভাল লাগে বলুন! কী করে বুঝবেন আম মিষ্টি কি না?
আম তো ফলের রাজা। একথা আর কে না জানে। কিন্তু টক আম খেতে আর কার ভাল লাগে বলুন! কী করে বুঝবেন আম মিষ্টি কি না?
কিন্তু সাধ করে আম কিনে নিয়ে যদি সেই আম টক হয় তবে? অনেকেই আম কিনতে গিয়ে ঠকে যান। এই একটা জিনিস খেয়াল রাখলে আর ঠকবেন না।
কিন্তু সাধ করে আম কিনে নিয়ে যদি সেই আম টক হয় তবে? অনেকেই আম কিনতে গিয়ে ঠকে যান। এই একটা জিনিস খেয়াল রাখলে আর ঠকবেন না।
নাকের কাছে নিয়ে আমের গন্ধ নিন। যদি বোঁটা থেকে মিষ্টি গন্ধ আসে তবে আম মিষ্টি।
নাকের কাছে নিয়ে আমের গন্ধ নিন। যদি বোঁটা থেকে মিষ্টি গন্ধ আসে তবে আম মিষ্টি।
আমের খোসা হালকা করে টিপে দেখুন। নরম হলে বুঝবেন সেটি পাকা। একটু শক্ত দেখে আম কিনে চালের টিনে রেখে আম পাকাতে পারেন।
আমের খোসা হালকা করে টিপে দেখুন। নরম হলে বুঝবেন সেটি পাকা। একটু শক্ত দেখে আম কিনে চালের টিনে রেখে আম পাকাতে পারেন।
আম কুঁচকে গেলেও শুকিয়ে গেলেও কিনবেন না। এই ধরণের আম পুরনো। কিনলে চটজলদি নষ্ট হয়ে যেতে পারে।
আম কুঁচকে গেলেও শুকিয়ে গেলেও কিনবেন না। এই ধরণের আম পুরনো। কিনলে চটজলদি নষ্ট হয়ে যেতে পারে।
ফলের রাজা হলেও আম এড়িয়ে চলতে হবেই ব্লাড সুগারের রোগীদের। গরমের মরশুমে একদমই আম না খাবেন না, তা নয়। তবে খেতে হবে নিয়ন্ত্রণ মেনে পরিমিত পরিমাণে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে।
ফলের রাজা হলেও আম এড়িয়ে চলতে হবেই ব্লাড সুগারের রোগীদের। গরমের মরশুমে একদমই আম না খাবেন না, তা নয়। তবে খেতে হবে নিয়ন্ত্রণ মেনে পরিমিত পরিমাণে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে।