শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত রিমাল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ। আজ কিছুটা প্রভাব উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। রিমালের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়। আগামী ৪ দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে আজ থেকেই বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গ জুড়ে আর কতদিন চলবে বৃষ্টি! রিমলের পরে আবহাওয়া দফতরের বড় আপডেট

ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ৷ আর সেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন, মানে এক সপ্তাহ, কেমন থাকবে আবহাওয়া, তা স্পষ্ট করে জানিয়ে দিল আইএমডি৷ আগামী কয়েকদিনেও শেষ হচ্ছে না ভোগান্তি৷ আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গে সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টি হয়েছে৷ সঙ্গে ছিল হাওয়ার দাপট৷ সোমবার সারাদিনই এই আবহাওয়া থাকবে৷ মঙ্গলবার থেকে কিছুটা উন্নতি হবে৷