‘আমি বুলেটপ্রুফ গাড়ি, সমালোচনা গায়ে মাখি না’! মাঠে নামার আগে আগুনে মেজাজে রোনাল্ডো

#দোহা: তিনি অভিনয় করতে শেখেননি। যা বলার সামনে বলার ক্ষমতা রাখেন। কাউকে তোয়াক্কা করেন না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক খোলা বইয়ের মত। বিতর্ক তাকে নিয়ে আগেও হয়েছে। কিন্তু তিনি জানেন সব জিনিসকে পাত্তা দিতে নেই। গত সপ্তাহে পিয়ার্স মরগানকে দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি সাক্ষাৎকার প্রচার হয়েছে। যেখানে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ থেকে শুরু করে ক্লাবের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা ও মালিকপক্ষ গ্লেজার পরিবারকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা।

রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ হতে চলেছে, নাকি নাটকীয় কোনো দিকে মোড় নেবে—এ নিয়ে কৌতূহল ফুটবল–মহলে। সংবাদমাধ্যমের সামনে আসা পর্তুগাল ফুটবলারদের তাই প্রতিদিনই শুনতে হচ্ছে রোনালদো-বিষয়ক প্রশ্ন। সবাইকে চমকে দিয়ে আজ দোহায় পর্তুগালের হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রোনালদো।

আরও পড়ুন – কেউ ১৮, কেউ ২০ বছরের! কাতার বিশ্বকাপের সবচেয়ে প্রতিভাবান তরুণ তুর্কিদের চিনে নিন এক ঝলকে

তাঁর বক্তব্য সোজাসাপটা, টাইমিং তো টাইমিংই। আমি কোন সময়টা বেছে নেব, এটা আপনাদের (সাংবাদিকদের) দিক থেকে ভাবাটা সহজ। আপনারা কখনো সত্য লেখেন, কখনো মিথ্যা লেখেন। অন্যরা আমাকে নিয়ে কী ভাবে, এ নিয়ে আমি দুশ্চিন্তা করি না। আমি বুলেটপ্রুফ, লোহার পোশাক পরে আছি। পর্তুগাল দলের বিশ্বকাপ অনুশীলনের একটি ভিডিও ক্লিপ দেখে ব্রুনোর সঙ্গে রোনালদোর দূরত্বের ধারণা করেছেন অনেকে।

তাঁর আশপাশে জড়িত সবই বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায় মন্তব্য করে রোনালদো দাবি করেন, ব্রুনোসহ পর্তুগাল দলের কারও সঙ্গেই তাঁর দূরত্ব নেই, টুর্নামেন্ট শুরুর আগে এ ধরনের বিতর্ক সব সময়ই হয়। কিন্তু ব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক খুবই চমৎকার। আসলে ক্রিস্টিয়ানোর চারপাশে থাকা সবকিছু নিয়েই বিতর্ক তৈরি হয়। কিন্তু আমি বলছি, দলের সবার সঙ্গে আমার ভাল সম্পর্ক।

পর্তুগাল দলের কোচ স্যানটস নিজেও জানিয়েছেন ব্রুনো এবং রোনাল্ডো দলের সিনিয়র ফুটবলার। একজন কিংবদন্তি, অন্যজন ভবিষ্যতের নেতা। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ একদম স্বাভাবিক। এখানে ক্লাব ফুটবলের ভাবনার জায়গা নেই। আমরা এখানে পর্তুগালের প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই প্রথম এবং শেষ ভাবনায় শুধুই দেশ। ক্রিশ্চিয়ানোকে মোটিভেশন দেওয়ার প্রয়োজন হয় না। ব্রুনো নিজেও জানে এই দলে রোনাল্ডোর গুরুত্ব। আমরা বিশ্বকাপ জয়ের কথা ভাবছি।