t20 world cup 2024

ICC T20 World Cup 2024: বিশ্বকাপ শুরুর আগে বিপাকে এই দেশ! জার্সি বদলানোর নির্দেশ দিল আইসিসি

টি২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সব দেশই নিজেদের দল নিয়ে পৌঁছে গিয়েছে আমেরিকায়। বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ খেলাও শুরু করেছে একাধিক দেশ। তার মধ্যেই চাপে পড়েছে একটি দেশ। উগান্ডাকে টি২০ বিশ্বকাপের জার্সির ডিজাইন বদলানোর নির্দেশ দিয়েছে আইসিসি।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হওয়ার জন্য জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

বিশ্বকাপের জার্সি বানানোর জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিল উগান্ডা। একটা প্রতিযোগিতা থেকে তিনটি জার্সির ডিজাইনকে বেছে নেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে সেরা জার্সির ডিজাইনটি বেছে নেওয়া হয়, যেটা উগান্ডার জাতীয় পাখি ধূসর ঝুঁটিওয়ালা সারসের থেকে অনুপ্রাণিত হয়েছিল।

আরও পড়ুন: আইপিএল থেকে অনেকের কোটি টাকা আয়! কিন্তু রিঙ্কু পান মাত্র ৫৫ লাখ, দল বদলাবেন?

আইসিসি উগান্ডার জার্সির ডিজাইনটি বদলানোর নির্দেশ দিয়েছে। আইসিসি উগান্ডার জার্সির যে পালকের ডিজাইনটি রয়েছে, সেটি বদলানোর কথা বলেছে, যাতে স্পন্সরের লোগো আরও ভাল ভাবে ফুটে ওঠে। পরিবর্তিত ডিজাইনে, পালকের ডিজাইনটা কিছুটা হালকা করে দেওয়া হয়েছে যাতে স্পন্সরের লোগো খুব ভাল ভাবে বোঝা যায়। প্যান্টের ডিজাইনও একই ভাবে কিছুটা বদল করা হয়েছে। বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ার আগে এই নতুন জার্সিটি প্রকাশ করেছে উগান্ডা। এ বারই প্রথম বার টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে উগান্ডা। তাদের বিশ্বকাপের যাত্রা শুরু হতে চলেছে ৩ জুন আফগানিস্থানের বিরুদ্ধে।