বিকেল চারটের সময় মুম্বই পৌঁছবে টিম ইন্ডিয়া। বিকেল পাঁচটায় গোটা টিম পৌঁছবে ওয়াংখেড়ে স্টেডিয়াম।

ICC T20 WC Champion: বিরাট বনাম রোহিত, না পসন্দ হার্দিক! নিন্দুকদের মুখে ছাই ফেলে আজ সবাই বিশ্বসেরা, আজ সবাই মেন ইন ব্লু

৭ বার ফেল! ৩২ বছর বাদে স্বপ্নপূরণের কাছাকাছি পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা৷ কিন্তু তারা পারল না, পারল ভারত৷ পারলেন রোহিত শর্মা৷ তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল আনন্দ পেয়ে গেলেন হিটম্যান৷ Photo- AP
৭ বার ফেল! ৩২ বছর বাদে স্বপ্নপূরণের কাছাকাছি পৌঁছেছিল দক্ষিণ আফ্রিকা৷ কিন্তু তারা পারল না, পারল ভারত৷ পারলেন রোহিত শর্মা৷ তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল আনন্দ পেয়ে গেলেন হিটম্যান৷ Photo- AP
৭ মাস আগে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল ভারত৷ রোহিত-বিরাটরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন এই অধরা মাধুরীকে ছুঁয়ে ফেললেন৷ পারলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই৷ Photo- AP
৭ মাস আগে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল ভারত৷ রোহিত-বিরাটরা দীর্ঘদিন ধরেই চাইছিলেন এই অধরা মাধুরীকে ছুঁয়ে ফেললেন৷ পারলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই৷ Photo- AP
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছিল ধোনির টিম ইন্ডিয়া৷ Photo-File 
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছিল ধোনির টিম ইন্ডিয়া৷ Photo-File
আর ২০২৪ সাল অনেকগুলি বছর, অনেক চেষ্টার পর এবার হল কিন্তু সেই দক্ষিণ আফ্রিকা জুড়ে রইল এবারেও ভারতের সঙ্গে, কারণ এবার প্রতিপক্ষও ছিল দক্ষিণ আফ্রিকা৷ Photo- AP
আর ২০২৪ সাল অনেকগুলি বছর, অনেক চেষ্টার পর এবার হল কিন্তু সেই দক্ষিণ আফ্রিকা জুড়ে রইল এবারেও ভারতের সঙ্গে, কারণ এবার প্রতিপক্ষও ছিল দক্ষিণ আফ্রিকা৷ Photo- AP
একাধিক বিতর্ক, একাধিক প্রশ্ন দল নির্বাচন নিয়ে, কিন্তু সব কিছু বাদ দিয়ে ফের একবার ভারত দেখাল কেন তারা এক কেন তারা মেন ইন ব্লু৷ Photo- AP
একাধিক বিতর্ক, একাধিক প্রশ্ন দল নির্বাচন নিয়ে, কিন্তু সব কিছু বাদ দিয়ে ফের একবার ভারত দেখাল কেন তারা এক কেন তারা মেন ইন ব্লু৷ Photo- AP
গোটা টুর্নামেন্টে ফ্লপ হলেও ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন বিরাট কোহলি৷ তিনিই তাই ম্যান অফ দ্য ম্যাচ৷ তাঁর আর রোহিতের সম্পর্ক নাকি ভাল নয়. কিন্তু এই ফ্রেম বলে দিল দলের জয়ের জন্য সব সেরাদেরই একে অপরকে দরকার আর তাই জার্সি সকলকেই এক করে দেয় বারবার৷ Photo- AP 
গোটা টুর্নামেন্টে ফ্লপ হলেও ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন বিরাট কোহলি৷ তিনিই তাই ম্যান অফ দ্য ম্যাচ৷ তাঁর আর রোহিতের সম্পর্ক নাকি ভাল নয়. কিন্তু এই ফ্রেম বলে দিল দলের জয়ের জন্য সব সেরাদেরই একে অপরকে দরকার আর তাই জার্সি সকলকেই এক করে দেয় বারবার৷ Photo- AP
এবারের আইপিএল থেকে খুবই খারাপ সময় কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া৷ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা আর তিনি নাকি দুটি ক্যাম্প, কিন্তু কোথায় কি মেন ইন ব্লু -র জার্সি গায়ে পরতেই আবার একটাই মন্ত্র দেশের হয়ে সেরাটা দেওয়া৷ Photo- AP
এবারের আইপিএল থেকে খুবই খারাপ সময় কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া৷ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা আর তিনি নাকি দুটি ক্যাম্প, কিন্তু কোথায় কি মেন ইন ব্লু -র জার্সি গায়ে পরতেই আবার একটাই মন্ত্র দেশের হয়ে সেরাটা দেওয়া৷ Photo- AP
ভারতীয় ক্রিকেটে নাকি ১৮-২০ বছর বয়সে জার্সি গায়ে ঢুকে পড়তে না পারলে নাকি হয় না, কিন্তু সেই কথাও যে কথার কথা তা প্রমাণ করে দেন সূর্য কুমার যাদব৷ ব্যাট হাতে তো দায়িত্ব পালন করেছেনই পাশাপাশি এক অবিশ্বাস্য ক্যাচ ধরে একেবারে রূপকথাকে সত্যি করে দিয়েছেন৷ Photo- AP
ভারতীয় ক্রিকেটে নাকি ১৮-২০ বছর বয়সে জার্সি গায়ে ঢুকে পড়তে না পারলে নাকি হয় না, কিন্তু সেই কথাও যে কথার কথা তা প্রমাণ করে দেন সূর্য কুমার যাদব৷ ব্যাট হাতে তো দায়িত্ব পালন করেছেনই পাশাপাশি এক অবিশ্বাস্য ক্যাচ ধরে একেবারে রূপকথাকে সত্যি করে দিয়েছেন৷ Photo- AP
তিনি বোলার৷ কিন্তু দলের তাবড় ব্যাটসম্যানরা হঠাৎই ফাইনালে নড়ে গেলে তাঁকে উপরে তুলে আনা হলে সেই দায়িত্ব দারুণভাবে পালন করেছেন অক্ষর প্যাটেল৷ Photo- AP
তিনি বোলার৷ কিন্তু দলের তাবড় ব্যাটসম্যানরা হঠাৎই ফাইনালে নড়ে গেলে তাঁকে উপরে তুলে আনা হলে সেই দায়িত্ব দারুণভাবে পালন করেছেন অক্ষর প্যাটেল৷ Photo- AP
যখনই বল হাতে তাঁর দিকে ভরসা করে এগিয়ে দিয়েছেন তখনই তিনি অধিনায়কের মর্যাদার দাম দিয়েছেন তিনি জসপ্রীত বুমরাহ৷ Photo- AP
যখনই বল হাতে তাঁর দিকে ভরসা করে এগিয়ে দিয়েছেন তখনই তিনি অধিনায়কের মর্যাদার দাম দিয়েছেন তিনি জসপ্রীত বুমরাহ৷ Photo- AP
তাই এদিনের ফাইনালে এদিন সকলের জয়, সকলেই যার যার মতো করে গেমচেঞ্জার তাই টিম ইন্ডিয়া আজ বিশ্ব চ্যাম্পিয়ন৷ না হয় ছোট ফর্ম্যাটে তাতেই বা কী বেশ কয়েকবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালেও উঠেও অধরা মাধুরী ছুঁয়ে ধরা হয়নি রোহিতের আজ তাই তিনি ও তাঁর দল দারুণ সুখী৷ Photo Courtesy- BCCI/Twitter
তাই এদিনের ফাইনালে এদিন সকলের জয়, সকলেই যার যার মতো করে গেমচেঞ্জার তাই টিম ইন্ডিয়া আজ বিশ্ব চ্যাম্পিয়ন৷ না হয় ছোট ফর্ম্যাটে তাতেই বা কী বেশ কয়েকবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালেও উঠেও অধরা মাধুরী ছুঁয়ে ধরা হয়নি রোহিতের আজ তাই তিনি ও তাঁর দল দারুণ সুখী৷ Photo Courtesy- BCCI/Twitter
আর দলের আরেক নায়ক কোচ রাহুল দ্রাবিড়৷ না তাঁরা ক্রিকেটার হিসেবে পারেননি৷ সেই স্বপ্ন এবার কোচ হিসেবে ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল৷ বিদায়ী কোচ হাতে তুলে নিলেন বিশ্বকাপ৷ Photo- AP
আর দলের আরেক নায়ক কোচ রাহুল দ্রাবিড়৷ না তাঁরা ক্রিকেটার হিসেবে পারেননি৷ সেই স্বপ্ন এবার কোচ হিসেবে ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল৷ বিদায়ী কোচ হাতে তুলে নিলেন বিশ্বকাপ৷ Photo- AP