সুপার এইটে ভারতীয় দলে কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। কারণ গ্রুপ পর্বের খেলা হয়েছিল আমেরিকায়। আর সুপার এইট থেকে প্রতিযোগিতা হবে ওয়েস্ট ইন্ডিজে। ফলে আবহাওয়া, পিচ সবকিছুরই পার্থক্য থাকেব ক্যারিবিয়ানভূমে।

Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ম্যাচে এই তরুণ তুর্কির পুরোপুরি ফ্লপ শো! পরের ম্যাচেই কি নাম কাটা যাবে নাকি

T20 বিশ্বকাপ ২০২৪-এ দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে  রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে দুর্দান্ত জয় পায় রোহিত এন্ড কোং। ব্যাটাররা সেভাবে দাগ কাটতে না পারলেও বোলাররা দারুণ পারফর্ম করে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। এই জয়ে নিজেদের গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রোহিত সেনা। (PC: ICC)
T20 বিশ্বকাপ ২০২৪-এ দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে  রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে দুর্দান্ত জয় পায় রোহিত এন্ড কোং। ব্যাটাররা সেভাবে দাগ কাটতে না পারলেও বোলাররা দারুণ পারফর্ম করে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। এই জয়ে নিজেদের গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রোহিত সেনা। (PC: ICC)
রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১১৯ রান করে অল আউট হয়ে যায় ভারত। ঋষভ পন্থ (৪২ রান ৩১ বল, ৬টি চার) সর্বোচ্চ স্কোরার ছিলেন। পাকিস্তানের বোলারদের মধ্যে নাসিম শাহ (৩/২১), হারিস রউফ (৩/২১) তিনটি করে এবং মহম্মদ আমির (২/২৩) দুটি উইকেট নেন। (PC: ICC)
রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১১৯ রান করে অল আউট হয়ে যায় ভারত। ঋষভ পন্থ (৪২ রান ৩১ বল, ৬টি চার) সর্বোচ্চ স্কোরার ছিলেন। পাকিস্তানের বোলারদের মধ্যে নাসিম শাহ (৩/২১), হারিস রউফ (৩/২১) তিনটি করে এবং মহম্মদ আমির (২/২৩) দুটি উইকেট নেন। (PC: ICC)
এরপর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করে পাকিস্তান। বুমরাহ (৩/১৪) ৩ টি, হার্দিক পান্ডিয়া ২ টি (২/২৪), অর্শদীপ (১/৩১) এবং অক্ষর প্যাটেল (১/১১) ১ টি উইকেট নেন। মহম্মদ রিজওয়ান (৩১ রান ৪৪ বল, ১ চার, ১ ছক্কা) লড়াই করেন। গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের উইকেট নিয়ে এ ম্যাচের  নায়ক জসপ্রীত বুমরাহ। (PC: ICC)
এরপর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান করে পাকিস্তান। বুমরাহ (৩/১৪) ৩ টি, হার্দিক পান্ডিয়া ২ টি (২/২৪), অর্শদীপ (১/৩১) এবং অক্ষর প্যাটেল (১/১১) ১ টি উইকেট নেন। মহম্মদ রিজওয়ান (৩১ রান ৪৪ বল, ১ চার, ১ ছক্কা) লড়াই করেন। গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের উইকেট নিয়ে এ ম্যাচের  নায়ক জসপ্রীত বুমরাহ। (PC: ICC)
তবে এই ম্যাচে  প্লেয়িং ইলেভেনের একজন ক্রিকেটারের পারফরম্যান্স এসেছে স্ক্যানারের নিচে৷ নেটিজেনদের ক্ষোভ সেই ক্রিকেটার আবর্জনার মতো একটা স্লট আটকে রেখেছে৷ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা দাবি করছেন, এই খেলোয়াড় পেলে দলে রাখবেনই। বুঝতে পারছেন কি কার ওপর এত ক্ষুব্ধ সকলে৷  (PC: ICC)
তবে এই ম্যাচে  প্লেয়িং ইলেভেনের একজন ক্রিকেটারের পারফরম্যান্স এসেছে স্ক্যানারের নিচে৷ নেটিজেনদের ক্ষোভ সেই ক্রিকেটার আবর্জনার মতো একটা স্লট আটকে রেখেছে৷ রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা দাবি করছেন, এই খেলোয়াড় পেলে দলে রাখবেনই। বুঝতে পারছেন কি কার ওপর এত ক্ষুব্ধ সকলে৷  (PC: ICC)
তিনি শিভম দুবে। টানা দুই ম্যাচেও ব্যর্থ তিনি। পাকিস্তানের বিপক্ষে ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন নাসিম শাহের বলে। (PC: ICC)
তিনি শিভম দুবে। টানা দুই ম্যাচেও ব্যর্থ তিনি। পাকিস্তানের বিপক্ষে ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন নাসিম শাহের বলে। (PC: ICC)
ফিল্ডিংয়েও তিনি হতাশ করেছেন।   পাকিস্তান ইনিংসের সময় ক্যাচও মিস করেন এই  তরুণ তুর্কি৷ মহম্মদ রিজওয়ানের বোলিংয়ে জসপ্রীত বুমরাহের বলে  সহজ ক্যাচ ফেলে দেন। ফ্যানরা চোটে লাল। শিভম দুবেকে অকারণে দলে রাখা হয়েছে  বলে তাঁদের অভিমত। (PC: ICC)
ফিল্ডিংয়েও তিনি হতাশ করেছেন।   পাকিস্তান ইনিংসের সময় ক্যাচও মিস করেন এই  তরুণ তুর্কি৷ মহম্মদ রিজওয়ানের বোলিংয়ে জসপ্রীত বুমরাহের বলে  সহজ ক্যাচ ফেলে দেন। ফ্যানরা চোটে লাল। শিভম দুবেকে অকারণে দলে রাখা হয়েছে  বলে তাঁদের অভিমত। (PC: ICC)
আইপিএলে শিভম দুবে ভাল  ফর্ম দেখিয়েছিলেন। ১৪ ম্যাচে তিনি ৩৯৬ রান করেছিলেন। সকলেই তার জন্য বলছেন, আইপিএলে যা খুশি খেলুন আর জাতীয় দলের জার্সিতে খেলা একেবারে আলাদা৷  তারা বলছেন, রিঙ্কু সিংয়ের মতো একজন হীরাকে এমন নিকৃষ্ট খেলোয়াড়ের জন্য বাদ দেওয়া হয়েছে। (PC: ICC)
আইপিএলে শিভম দুবে ভাল  ফর্ম দেখিয়েছিলেন। ১৪ ম্যাচে তিনি ৩৯৬ রান করেছিলেন। সকলেই তার জন্য বলছেন, আইপিএলে যা খুশি খেলুন আর জাতীয় দলের জার্সিতে খেলা একেবারে আলাদা৷  তারা বলছেন, রিঙ্কু সিংয়ের মতো একজন হীরাকে এমন নিকৃষ্ট খেলোয়াড়ের জন্য বাদ দেওয়া হয়েছে। (PC: ICC)
রিঙ্কু সিং  তিনি ফিনিশার সুপারের ভূমিকায় দারুণ৷   রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় শিভম দুবেকে ব্যাপক নিন্দা করছেন{ তাঁর প্লেয়িং ইলেভেনে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন{
রিঙ্কু সিং  তিনি ফিনিশার সুপারের ভূমিকায় দারুণ৷   রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় শিভম দুবেকে ব্যাপক নিন্দা করছেন{ তাঁর প্লেয়িং ইলেভেনে খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন{