গত বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালে তীরে এসে ডুবেছিল ভারতীয় দলের তরী। অধরা থেকে গিয়েছিল বিশ্বজয়ের স্বপ্ন। সেই ক্ষত এখনও দগদগে রোহিত, বিরাট, বুমরাহদের। এবার টি-২০ বিশ্বকাপ জিতে সেই ক্ষতে প্রলেপ লাগাতে মরিয়া টিম ইন্ডিয়া।

India vs Afghanistan: অনুশীলনেও নড়বড়ে ভারতের মহাতারকা! চিন্তায় রোহিত-দ্রাবিড়রা

টি-২০ বিশ্বকাপে একেবারেই নিজের ছন্দে পাওয়া যায়নি ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। আইপিএল ২০২৪-এর সর্বোচ্চ স্কোরার ব্যাট থেকে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে এসে মাত্র ৫ রান।
টি-২০ বিশ্বকাপে একেবারেই নিজের ছন্দে পাওয়া যায়নি ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। আইপিএল ২০২৪-এর সর্বোচ্চ স্কোরার ব্যাট থেকে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে এসে মাত্র ৫ রান।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ বলে ১ রান, পাকিস্তানের বিরুদ্ধে ৩ বলে ৪ রান এবং আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই খাতা না খুলে প্যাভেলিয়নে ফিরেছেন বিরাট। কোহলির ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ফ্যানেরা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ বলে ১ রান, পাকিস্তানের বিরুদ্ধে ৩ বলে ৪ রান এবং আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই খাতা না খুলে প্যাভেলিয়নে ফিরেছেন বিরাট। কোহলির ফর্ম নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ফ্যানেরা।
তারউপর সুপার এইটের ম্যাচের আগে নেটেও অনুশীলনের সময় খুব একটা স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। বিশেষ করে বাঁ হাতি পেসার খেলতে গিয়ে খুবই সমস্যায় পড়ছেন কোহলি। আর যেখানে সুপার এইটে ভারতের প্রতিপক্ষ ৩ দলেই রয়েছে বাঁ হাতি পেসার।
তারউপর সুপার এইটের ম্যাচের আগে নেটেও অনুশীলনের সময় খুব একটা স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। বিশেষ করে বাঁ হাতি পেসার খেলতে গিয়ে খুবই সমস্যায় পড়ছেন কোহলি। আর যেখানে সুপার এইটে ভারতের প্রতিপক্ষ ৩ দলেই রয়েছে বাঁ হাতি পেসার।
অনুশীলনে ভারতের রিজার্ভ বোলার খালিল আহমেদের বল খেলতে গিয়েও সমস্যায় পড়ছেন কোহলি। যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ারও চেষ্টা করছেন বিরাট। তবে স্পিনারদের বিরুদ্ধে স্বাভাবিক ছন্দে পাওয়া গিয়েছে বিরাট কোহলিকে।
অনুশীলনে ভারতের রিজার্ভ বোলার খালিল আহমেদের বল খেলতে গিয়েও সমস্যায় পড়ছেন কোহলি। যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ারও চেষ্টা করছেন বিরাট। তবে স্পিনারদের বিরুদ্ধে স্বাভাবিক ছন্দে পাওয়া গিয়েছে বিরাট কোহলিকে।
সুপার এইট রাউন্ডে বিরাট কোহলির ব্যাটিং পজিশনও পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোহলিকে তাঁর নিজের পজিশন নাম্বার তিনে নামানো হতে পারে। সেক্ষেত্রে ওপেনিং রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরু কে করবে সেটাই দেখার। যশস্বী জয়সওয়ালের দলে ফেরার সম্ভাবনাও বেশি।
সুপার এইট রাউন্ডে বিরাট কোহলির ব্যাটিং পজিশনও পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কোহলিকে তাঁর নিজের পজিশন নাম্বার তিনে নামানো হতে পারে। সেক্ষেত্রে ওপেনিং রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরু কে করবে সেটাই দেখার। যশস্বী জয়সওয়ালের দলে ফেরার সম্ভাবনাও বেশি।