(Photo Courtesy- AP)

India vs Pakistan: পুঁজি কম! বুমরাহ, সিরাজের হাতেই সব আজ! পাকিস্তানের বিরুদ্ধে ফেল ভারতের ব্যাটিং

নিউ ইয়র্ক: ভারত-পাকিস্তান ম্যাচেও বিতর্ক এড়াতে পারল না নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ। পিচের অসমান বাউন্স ও খারাপ শট সিলেকশনের খেসারত দিতে হল ভারতীয় ক্রিকেট দলকে। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রেস্টিজ ফাইটে মাত্র ১১৯ রানে অলআউট হয়ে গেল ভারত। দলের হয়ে একমাত্র ৪২ রানের সম্মানজনক ইনিংল খেললেন ঋষভ পন্থ। টি-২০ ক্রিকেটে প্রথমবার ভারতকে অলআউট করল পাকিস্তান।

ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এক বৃষ্টি ভেজা ওয়েদার, তারউপর নিউ ইয়র্কের অসমান বাউন্সের পিচে প্রথম থেকেই সমস্যায় পড়ে যায় ভাকতীয় দল। বিরাট কোহলি ৪, রোহিত শর্মা ১৩ রান করে আউট হন। এরপর ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল মিলে দলের ইনিংস কিছুটা ধরেন। তবে পন্থের একাধিক ক্যাচ ফেলে পাকিস্তান। জুটিতে ৩৯ রান যোগ করেন দুজনে। অক্ষর ফেরেন ২০ রান করে।

অপরদিকে, ঋষভ পন্থ ধীরে ধীরে রানের গতিবেগ বাড়ায়। একটা সময় ভারতের স্কোর ১১ ওভারে ৮৯ রানে ৩ উইকেট ছিল। সেখান থেকেই ধস নামে ভারতীয় দলের ইনিংসে। ৪২ রান করে আউট হন পন্থ। এরপর সূর্যকুমার যাদব ৭, শিবম দুবে ৩ ও রবীন্দ্র জাদেজা খাতা না খুলেই সাজঘরে ফেরেন। ৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ৯৭ রানে ৭ উইকেট হয়ে যায় ভারতীয় দলের স্কোর।

আরও পড়ুনঃ Home Made AC: খরচ মাত্র ৫০০ টাকা! নিজের হাতেই বানিয়ে নিন এসি, মুক্তি পান প্রচন্ড গরম থেকে

শেষের দিকে হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং স্কোর বোর্ড কিছুটা এগিয়ে নিয়ে যান। ১১২ রানে সপ্তম উইকেট পড়ে ভারতের। ৭ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। ক্রিজে এসেই শূন্য রানে আউট হন জসপ্রীত বুমরাহ। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় ভারত। শেষে রানআউট হন অর্শদীপ সিং। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন নাসিম শাহ ও হ্যারিস রউফ। ২টি উইকেট নাসিম শাহ ও একটি উইকেট নেন শাহিন আফ্রিদি।