ICC T20 World Cup 2024 : আগামী বছর জুনে টি২০ বিশ্বকাপ, নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আহমেদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে গেল একদিনের বিশ্বকাপ ফাইনালের আগে। আইসিসির বৈঠকে ছিল আহমেদাবাদে। ঠিক হয়েছে, জুন মাসে নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সম্ভবত গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। আমেরিকার মাটিতে গ্রুপের আরও একটা ম্যাচ খেলবে ভারত। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী মাসেই অর্থাৎ ডিসেম্বরেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ পাবে।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates

আরও পড়ুন– বিশ্বকাপ ফাইনালে নিজের খেলা দেখাতে মাকে আহমেদাবাদ নিয়ে এলেন শামি

আগামী বছর হতে চলেছে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় প্রতিযোগিতা। মোট ২০টি দেশ অংশ নেবে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ। আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে ক্রিকেট সাম্প্রতিক সময়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। ক্রিকেটের প্রসারের স্বার্থেই আমেরিকাকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আইসিসি। কিন্তু যুক্তরাষ্ট্রের কোন কোন শহরে ও মাঠে খেলা হবে তা নিয়ে বেশ জল্পনার পর অবশেষে ৩টি ভেন্যুর নাম ঘোষণা করে আইসিসি ৷ যা হল ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক।