রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল নির্বাচন হল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ রোহিত শর্মার সঙ্গে আইপিএলের ম্যাচ চলাকালীনই কথা বলেছিলেন নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর৷ এদিন আহমেদাবাদে আইটিসি নর্মদাতে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে৷ সেখানেই এই ১৫ জনের দলের নামে সিলমোহর পড়ে৷

ICC T20 World Cup 2024: সেরা ১৫ বাছাই করে নিল বিসিসিআই, টি টোয়েন্টি বিশ্বকাপে কারা জায়গা পেলেন, রইল টিম লিস্ট

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল নির্বাচন হল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ রোহিত শর্মার সঙ্গে আইপিএলের ম্যাচ চলাকালীনই কথা বলেছিলেন নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর৷ এদিন আহমেদাবাদে আইটিসি নর্মদাতে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে৷ সেখানেই এই ১৫ জনের দলের নামে সিলমোহর পড়ে৷
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল নির্বাচন হল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য৷ রোহিত শর্মার সঙ্গে আইপিএলের ম্যাচ চলাকালীনই কথা বলেছিলেন নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর৷ এদিন আহমেদাবাদে আইটিসি নর্মদাতে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহের সঙ্গে৷ সেখানেই এই ১৫ জনের দলের নামে সিলমোহর পড়ে৷
এই তালিকায় রয়েছেনরোহিত শর্মা (Rohit Sharma)
এই তালিকায় রয়েছেন
রোহিত শর্মা (Rohit Sharma) (অধিনায়ক-Captain)
বিরাট কোহলি (Virat Kohli)
বিরাট কোহলি (Virat Kohli)
যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) (সহ অধিনায়ক) (Vice Captain)
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) (সহ অধিনায়ক) (Vice Captain)

 

,ঋষভ পন্থ (Rishabh Pant)
,ঋষভ পন্থ (Rishabh Pant)
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah),
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah),
কুলদীপ যাদব (Kuldeep Yadav)
কুলদীপ যাদব (Kuldeep Yadav)
, সঞ্জু স্যামসন (Sanju Samson),
, সঞ্জু স্যামসন (Sanju Samson),
 সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)
সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)
সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদব
মহম্মদ সিরাজ ( Mohd. Siraj)
মহম্মদ সিরাজ ( Mohd. Siraj)
শিভম দুবে (Shivam Dube,)
শিভম দুবে (Shivam Dube,)
অক্ষর প্যাটেল (Axar Patel),
অক্ষর প্যাটেল (Axar Patel),
এই দলে একাধিক নামই একেবারে ট্র্যাডিশানাল পথে হেঁটেছেন নির্বাচন কমিটি৷ বড় এবং অভিজ্ঞ নামের রাস্তাতেই হেঁটেছেন অজিত আগরকররা৷ চেনা হেভিওয়েট নামের মধ্যে বাদ গেলেন কেএল রাহুল৷ সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে তিনি রয়েছেন৷ শিভম দুবে আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পেলেন তিনি৷
এই দলে একাধিক নামই একেবারে ট্র্যাডিশানাল পথে হেঁটেছেন নির্বাচন কমিটি৷ বড় এবং অভিজ্ঞ নামের রাস্তাতেই হেঁটেছেন অজিত আগরকররা৷ চেনা হেভিওয়েট নামের মধ্যে বাদ গেলেন কেএল রাহুল৷ সঞ্জু স্যামসন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে তিনি রয়েছেন৷ শিভম দুবে আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পেলেন তিনি৷
অ্যাক্সিডেন্টের পর আইপিএলে ফিরেছেন ঋষভ পন্থ, এবার ফিরলেন জাতীয় দলে৷ এদিকে শিভম দুবে এলেন আইপিএল পারফরম্যান্স দিয়ে৷ দীর্ঘদিন বাদে ভারতীয় দলে ফিরলেন যুজবেন্দ্র চাহাল৷
অ্যাক্সিডেন্টের পর আইপিএলে ফিরেছেন ঋষভ পন্থ, এবার ফিরলেন জাতীয় দলে৷ এদিকে শিভম দুবে এলেন আইপিএল পারফরম্যান্স দিয়ে৷ দীর্ঘদিন বাদে ভারতীয় দলে ফিরলেন যুজবেন্দ্র চাহাল৷