আর কিছুক্ষণের মধ্যেই দল ঘোষণার সম্ভবনা৷ আগেই জানা গিয়েছিল আজই আহমেদাবাদে প্রধান নির্বাচক অজিত আগরকর বোর্ড প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে বৈঠক করবেন৷ সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই আইটিসি নর্মদাতে পৌঁছে গেছেন তাঁরা৷

ICC T20 World Cup 2024: খবর এল বলে! আহমেদাবাদে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের বৈঠক শুরু

আর কিছুক্ষণের মধ্যেই দল ঘোষণার সম্ভবনা৷ আগেই জানা গিয়েছিল আজই আহমেদাবাদে প্রধান নির্বাচক অজিত আগরকর বোর্ড সচিব  জয় শাহের সঙ্গে বৈঠক করবেন৷ সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই আইটিসি নর্মদাতে পৌঁছে গেছেন তাঁরা৷
আর কিছুক্ষণের মধ্যেই দল ঘোষণার সম্ভবনা৷ আগেই জানা গিয়েছিল আজই আহমেদাবাদে প্রধান নির্বাচক অজিত আগরকর বোর্ড সচিব জয় শাহের সঙ্গে বৈঠক করবেন৷ সেই বৈঠকের জন্য ইতিমধ্যেই আইটিসি নর্মদাতে পৌঁছে গেছেন তাঁরা৷
:  ভারতীয় দল কবে ঘোষণা হবে এই নিয়ে জোর জল্পনা চলছে৷ এরমধ্যে  বিশ্বকাপের দল ঘোষণার দিন নিয়েও জোর ধোঁয়াশা জারি৷ জয় শাহ এই মুহূর্তে রাজনৈতিক ব্যস্ততায় রয়েছেন৷ ফলে আহমেদাবাদেই হচ্ছে এবারের দল নির্বাচনের আসর৷ সেখানেই দেশের সেরা ১৫ জনকে বেছে নেবে নির্বাচন কমিটি৷ আমেরিকা এবং ওয়েস্টইন্ডিজে বসবে এই বিশ্বকাপ৷ মঙ্গলবারই সেই দিন যেদিন বিসিসিআই নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বসবেন দল নির্বাচনের চূড়ান্ত মিটিংয়ে৷
:  ভারতীয় দল কবে ঘোষণা হবে এই নিয়ে জোর জল্পনা চলছে৷ এরমধ্যে  বিশ্বকাপের দল ঘোষণার দিন নিয়েও জোর ধোঁয়াশা জারি৷ জয় শাহ এই মুহূর্তে রাজনৈতিক ব্যস্ততায় রয়েছেন৷ ফলে আহমেদাবাদেই হচ্ছে এবারের দল নির্বাচনের আসর৷ সেখানেই দেশের সেরা ১৫ জনকে বেছে নেবে নির্বাচন কমিটি৷ আমেরিকা এবং ওয়েস্টইন্ডিজে বসবে এই বিশ্বকাপ৷ মঙ্গলবারই সেই দিন যেদিন বিসিসিআই নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বসবেন দল নির্বাচনের চূড়ান্ত মিটিংয়ে৷
প্রাথমিক আলোচনায় একাধিক বিতর্কিত পয়েন্ট উঠে আসতে পারে৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা জারি থাকবে৷ হার্দিকের পারফরম্যান্স যেমন আন্ডার স্ক্যানার রয়েছে৷ তাঁকে আদৌ সহ অধিনায়কও রাখা হবে কিনা তা বড় প্রশ্ন৷
প্রাথমিক আলোচনায় একাধিক বিতর্কিত পয়েন্ট উঠে আসতে পারে৷ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা জারি থাকবে৷ হার্দিকের পারফরম্যান্স যেমন আন্ডার স্ক্যানার রয়েছে৷ তাঁকে আদৌ সহ অধিনায়কও রাখা হবে কিনা তা বড় প্রশ্ন৷
হার্দিকের পারফরম্যান্স নিয়ে খুশি নন যেমন টিম ম্যানেজমেন্ট তেমনিই তাঁর অধিনায়কত্বের স্কিল নিয়েও খুশি নির্বাচন কমিটি৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চাপের মুখে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নামও ভেসে আসতে পারে।
হার্দিকের পারফরম্যান্স নিয়ে খুশি নন যেমন টিম ম্যানেজমেন্ট তেমনিই তাঁর অধিনায়কত্বের স্কিল নিয়েও খুশি নির্বাচন কমিটি৷ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে চাপের মুখে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থের নামও ভেসে আসতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে  বিসিসিআই দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন দুজনের কাউকেই রাখতে চায় না। অর্থাৎ নির্বাচন কমিটি চাইছে না তাঁদের মতো কেউ যাঁরা যে অর্ডারে ব্যাট করছে,টপ অর্ডারে।  বিসিসিআই চাইছে  এমন কাউকে যে ঋষভ পন্থের মতো যে ব্যাট করতে পারে লোয়ার অর্ডারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এমন পরিস্থিতিতে পিবিকেএস'র জিতেশ শর্মা বা আরআর-এর ধ্রুব জুরেলের নামও হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে  বিসিসিআই দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন দুজনের কাউকেই রাখতে চায় না। অর্থাৎ নির্বাচন কমিটি চাইছে না তাঁদের মতো কেউ যাঁরা যে অর্ডারে ব্যাট করছে,টপ অর্ডারে।  বিসিসিআই চাইছে  এমন কাউকে যে ঋষভ পন্থের মতো যে ব্যাট করতে পারে লোয়ার অর্ডারে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এমন পরিস্থিতিতে পিবিকেএস’র জিতেশ শর্মা বা আরআর-এর ধ্রুব জুরেলের নামও হতে পারে।
ট্রাভেল রিজার্ভের নামেও চমক।  রিপোর্ট অনুসারে শুভমান গিল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল এবং খলিল আহমেদের নাম নিয়েও আলোচনা হতে পারে।  ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪ ভ্রমণকারী রিজার্ভ হবেন।
ট্রাভেল রিজার্ভের নামেও চমক।  রিপোর্ট অনুসারে শুভমান গিল, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল এবং খলিল আহমেদের নাম নিয়েও আলোচনা হতে পারে।  ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪ ভ্রমণকারী রিজার্ভ হবেন।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিলক ভার্মার নামও  করার একটি ক্ষীণ সুযোগ থাকতে পারে কারণ হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত হিটিং অ্যাবিলিটি  আইপিএল ২০২৪এ পুরোপুরি দেখা যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে আরও একটা সূত্র জানিয়ে যোগ করা হয়েছে যে বিসিসিআই মার্কি ইভেন্টে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে যেতে চায়।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিলক ভার্মার নামও  করার একটি ক্ষীণ সুযোগ থাকতে পারে কারণ হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার মত হিটিং অ্যাবিলিটি  আইপিএল ২০২৪এ পুরোপুরি দেখা যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে আরও একটা সূত্র জানিয়ে যোগ করা হয়েছে যে বিসিসিআই মার্কি ইভেন্টে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে যেতে চায়।