T20 World Cup 2024: ২০০৭ থেকে ২০২২, ৮টি টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান কারা করেছে? রইল তালিকা

কলকাতা: টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। হাই স্কোরিং ম্যাচ দেখতেই পছন্দ করেন ক্রিকেট প্রেমিরা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ২০০৭ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রতি মরশুমে কোন কোন ব্যাটাররা সর্বোচ্চ রান করেছেন রইল তার তালিকা।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

২০০৭ টি-২০ বিশ্বকাপ: ২০০৭ সালে প্রথমবারের এই বিশ্বকাপের সংস্করণে ৪টি অর্ধশতরানের সাহায্যে ২৭৫ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ছিলেন ম্যাথু হেডেন।

২০০৯ টি-২০ বিশ্বকাপ: ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপে তিনটি অর্ধশতরানের সাহায্যে ৩১৭ রান করে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন শ্রীলঙ্কার তারকা তিলকরত্নে দিলশান।

২০১০ টি-২০ বিশ্বকাপ: ২০১০ সালে ২টি অর্ধশতরান ও একটি সেঞ্চুরির সাহায্যে ৩০২ রান করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনিই ছিলেন সেবার সবচেয়ে বেশি রানের মালিক।

২০১২ টি-২০ বিশ্বকাপ: ২০১২ সালের টুর্নামেন্টে তিনটি অর্ধশতরানের সাহায্যে তালিকায় শীর্ষে শেন ওয়াটসন। সর্বোচ্চ ৭২ হাঁকিয়েছিলেন। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মোট রান করেছিলেন ২৪৯।

২০১৪ টি-২০ বিশ্বকাপ: ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মহাতারকা বিরাট কোহলি চারটি অর্ধশতরানের সাহায্যে ৩১৯ রান করেন। তিনিই ছিলেন তালিকায় সবার ওপরে।

২০১৬ টি-২০ বিশ্বকাপ: ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল সর্বোচ্চ স্কোরার ছিলেন। একটি শতরান ও একটি অর্ধশতরানের সাহায্যে ২৯৫ রান করেছিলেন।

২০২১ টি-২০ বিশ্বকাপ: ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি অর্ধশতরানের সাহায্যে ৩০৩ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ৫টি বিশাল বড় রেকর্ড, যা ভাঙতে পারে এবারের টি-২০ বিশ্বকাপে

২০২২ টি-২০ বিশ্বকাপ: শেষ টি-২০ বিশ্বকাপে ২০২২ সালে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন বিরাট কোহলি। ৪টি অর্ধশতরান সহ মোট ২৯৬ রান করেছিলেন কোহলি। সর্বোচ্চ স্কোর ছিল ৮২।