আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারানোর পর এবার টিম ইন্ডিয়ার মিশন আমেরিকা। টি-২০ বিশ্বকাপে বুধবার জয়ের হ্য়াটট্রিক ও সুপার এইটে জায়গা পাকা করার লক্ষ্যে নামতে চলেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা।

Rohit Sharma: ধোনির রেকর্ড ভেঙে দিলেন রোহিত, সঙ্গে একাধিক নজির গড়লেন হিটম্যান

আইপিএলে রোহিত শর্মার ফর্ম নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে ২২ গজে ফিরতেই স্বমহিমায় হিটম্যান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলের জয়ে  ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
আইপিএলে রোহিত শর্মার ফর্ম নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে ২২ গজে ফিরতেই স্বমহিমায় হিটম্যান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলের জয়ে ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।
আয়ারল্যান্ড ম্যাচে ভারতের জয়ের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। তারমধ্যে অন্যতম হল টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে এমএস ধোনির রেকর্ড একটি অনন্য রেকর্ড ভাঙলেন হিটম্যান।
আয়ারল্যান্ড ম্যাচে ভারতের জয়ের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। তারমধ্যে অন্যতম হল টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে এমএস ধোনির রেকর্ড একটি অনন্য রেকর্ড ভাঙলেন হিটম্যান।
এতদিন টি-২০ ক্রিকেটে সর্বাধিক জয়ের নিরিখে ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন এমএস ধোনি। মোট ৪২টি ম্যাচ জিতেছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে অধিনায়ক হিসেবে মোট ৪৩টি ম্যাচ জিতলেন রোহিত।
এতদিন টি-২০ ক্রিকেটে সর্বাধিক জয়ের নিরিখে ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন এমএস ধোনি। মোট ৪২টি ম্যাচ জিতেছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে অধিনায়ক হিসেবে মোট ৪৩টি ম্যাচ জিতলেন রোহিত।
এছাড়াও আরও দুটি বড় রেকর্ড গড়েন রোহিত শর্মা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট (টেস্ট,ওয়ানডে এবং টি-২০) মিলিয়ে ৬০০টি ছক্কা মারার অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। এই সংখ্যা আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিতের  সামনে।
এছাড়াও আরও দুটি বড় রেকর্ড গড়েন রোহিত শর্মা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট (টেস্ট,ওয়ানডে এবং টি-২০) মিলিয়ে ৬০০টি ছক্কা মারার অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। এই সংখ্যা আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিতের সামনে।
পাশাপাশি আয়ারল্যান্ড ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি ৪০০০ রান করারও নজির গড়েছেন। এদিনের ম্যাচে এই নজির গড়তে গেলে রোহিতের প্রয়োজন ছিল ২৬ রান।  যা সহজেই পার করে ফেলেন রোহিত শর্মা।
পাশাপাশি আয়ারল্যান্ড ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি ৪০০০ রান করারও নজির গড়েছেন। এদিনের ম্যাচে এই নজির গড়তে গেলে রোহিতের প্রয়োজন ছিল ২৬ রান। যা সহজেই পার করে ফেলেন রোহিত শর্মা।