প্রসঙ্গত, ভারত যদি ফাইনাল পর্যন্ত খেলে তাহলে আরও দুটি ম্যাচ হাতে পাবেন সূর্যকুমার যাদব। হেডের সঙ্গে মাত্র ২ পয়েন্ট পার্থক্য থাকায় এই ২ ম্য়াচে সূর্যকুমার বড় স্কোর করতে পারলে ফের পয়লা নাম্বারে উঠে আসার দাবিদার হয়ে উঠবেন।

Team India: কেন ৫ রান পেনাল্টি পেল ভারত? কী ভুল করেছিল আমেরিকা? ক্রিকেটের এই নিয়ম অনেকের অজানা

নিউ ইয়র্কের বিতর্কিত পিচও কিছুতেই আটকাতে পারছে না টিম ইন্ডিয়ার জয়ের ধারা। যেখানে তাবড় তাবড় দলরা ল্যাজে গোবরে হচ্ছে, সেখানে সমস্যায় পড়লেও জয়ের হ্যাটট্রিক করে ফেলল ভারতীয় দল। একইসঙ্গে বুধবার আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইটের টিকিট পাকা করে ফেলেছে রোহিত শর্মার দল।

আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের করতে হয়েছে ১০৬ রান। আর ৫ রান ফ্রি-তেই পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আমেরিকার ভুলের খেসারত হিসেবে ৫ রান পেনাল্টি পায় ভারত। কিন্তু কী এমন ভুল করল আমেরিকা? যার জন্য ৫ রান পেনাল্টি পেয়ে গেল ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের এই নতুন নিয়ম কিন্তু অনেকের কাছেই অজানা।

এবার টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই স্টপ ক্লক নিয়ম চালু করা হয়েছে। যার কারণ হল দুটি ওভারের মাঝে মাত্র ১ মিনিট সময় দেওয়া হবে। তাঁর আগে নতুন ওভার শুরু করে দিতে হবে। আর এই নিয়ম কেউ যদি একই ম্যাচে তিনবার ভাঙে বা ভুল করে তাহলে প্রতিপক্ষ দলকে ৫ রান পেনাল্টি হিসেবে দেওয়া হবে। আমেরিকা ভারতের বিরুদ্ধে একটি ওভারের পর পরবর্তী ওভার শুরু করতে ৩ বার দেরি করে। তারই খেসারত দিতে হয়।

আরও পড়ুনঃ Arshdeep Singh: অর্শদীপের ঐতিহাসিক বোলিং পারফরম্যান্স, ‘সিং ইজ কিং’-এর ঝুলিতে একাধিক রেকর্ড

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রান করে আমেরিকা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন অর্শদীপ সিং। নিউ ইয়র্কের উইকেটে ১১১ রান তাড়া করতে গিয়েও যথেষ্ট বেগ পেতে হয় ভারতকে। রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই নিরাশ করেন। শেষে সূর্যকুমার যাদব ও শিবম দুবের অপরাজিত ৫০ রান ও ৩১ রানের ইনিংসের সৌজন্যে ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে জেতে ভারত।