ICC T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মাঠে কোনওমতে মৃত্যু ঠেকালেন আলিম দার, Viral Video

#কলকাতা: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্টইন্ডিজ (South Africa vs West Indies)  ম্যাচ চলছিল টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup)৷ কিন্তু  সেখানে কোনওক্রমে জীবন বাঁচল পাকিস্তানি আম্পায়র আলিম দারের (Aleem dar) ৷  তাও আবার একবার নয়, দু -দুবার প্রাণ সংশয় হচ্ছিল এই আম্পায়ারের ৷ বীভৎস বড় বিপত্তি নইলে ঘটে যেত টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) মঞ্চে৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video)৷ যেভাবে আলিম দার অসম্ভব দক্ষতার সঙ্গে জীবন বাঁচিয়েছেন তাতে সকলেই তাঁর ক্ষিপ্রতার প্রশংসায় পঞ্চমুখ৷

ঘটনাটি ঘটেছে টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)  দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্টইন্ডিজ (South Africa vs West Indies)  ম্যাচে ক্যারিবিয়ান ইনিংসের ২০ তম ওভারে৷ প্রথমে ব্যাটিং করে ওয়েস্টইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১৪৩ রান করে৷ শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন কায়রন পোলার্ড , তিনি প্রিটোরিয়াসের বলে সোজা শট মারেন৷ বল দ্রুত আম্পায়ারের দিকে ধেয়ে যায়৷ আলিম দার দ্রুততার সঙ্গে নিজেকে বাঁচিয়ে নেন৷ কিন্তু এভাবে নিজেকে বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে  যান তিনি৷

আরও পড়ুন – Ind vs Pak: Harbhajan-র সঙ্গে তুমুল ঝগড়া Mohammad Amir-র, মোক্ষম অপমান করে চুপ করালেন ভাজ্জি

দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

বল সোজা বাউন্ডারির দিকে যাচ্ছিল, তখনই ফিল্ডার রাসি বান ডের দুসান তাকে ধরে নিয়ে থ্রো করে দেন৷  তাঁর থ্রো ফের ধেয়ে আসে আলিম দারের দিকে৷ কোনওক্রমে এবারেও তিনি নিজেকে বাঁচাতে সক্ষম হন৷ দক্ষিণ আফ্রিকা দল ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে এটা দক্ষিণ আফ্রিকার প্রথম জয়৷

আরও পড়ুন – T20 World Cup: পাকিস্তানের হাফিজকে আউট করতে উড়লেন ‘এই’ কিউয়ি প্লেয়ার, Viral Video

গত ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে৷ অন্যদিকে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারায় টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা তাদের অনেকটাই কম হয়ে গেল এক ধাক্কায়৷ প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৩ রান করে৷ তা দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়৷ রিজা হেড্রিক্স ৩৯ ও দুসান ৪৩ ও মার্করম ৫১ রান করেন৷