Women’s T20 World Cup 2024: প্রথম একাদশে বড় চমক! টি-২০ বিশ্বকাপ প্রথম ম্যাচে বড় জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

দুবাই: এর আগে একাধিকবার তীরে এসে তরী ডুবেছে। এবার তাই প্রথম থেকেই লক্ষ্য স্থির করে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ নামতে চলেছে মহিলা ভারতীয় ক্রিকেটীয় দল। ইতিমধ্যেই এবারের প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। জয় ছাড়া কিছুই ভাবছেন না হরমনপ্রীত কউর, শেফালি ভার্মারা।

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ নামার আগে প্রতীপক্ষকে সমীহ করলেও আত্মবিশ্বাসী মহিলা টিম ইন্ডিয়া। শেষ ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই জিতেছে ভারতীয় দল। ফর্মে রয়েছে স্মৃতি মন্ধনা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মারা। বোলিংয়ে ছন্দে রয়েছেন একাধিক প্লেয়ার। অপরদিকে, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি ব্ল্যাক ক্যাপসরা। বড় ম্যাচে কতটা লড়াই দিতে পারে হোয়াইট ফার্নরা সেটাই দেখার।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে ভারত বনাম নিউজ্যান্ডের মেগা ম্যাচ। স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে দুবাইতে। ব্যাটিং ও বোলিং উভয়পক্ষই সুবিধা পাবে পিচ থেকে। পেসাররা নতুন বলে বোলিং উপভোগ করবে এবং ব্যাটসম্যানদের জন্য উইকেট খেলা এগোনোর সঙ্গে সঙ্গে সহজ হয়ে উঠবে। স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে। টস জিতে প্রথমে বোলিং করাটা বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে।

আরও পড়ুনঃ KKR News: সবথেকে বড় কঠিন সিদ্ধান্ত নেবে কেকেআর! কী জানালেন প্রাক্তন ভারতীয় তারকা

এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: শেফালি বর্মা, স্মৃতি মন্ধনা, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), শ্রেয়ঙ্কা পাটিল, দীপ্তি শর্মা, পুজা বস্ত্রাকর, আশা শোভানা, রাধা যাদব, রেণুকা সিং।

এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: সুজি ব্যাটস, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন (অধিনায়ক), ব্রুক হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইজাবেল গেজ (উইকেটকিপার), ফ্রান জনাস, লেই ক্যাসপেরেক, জেস কের, মলি পেনফল্ড, রোজমেরি মেয়ার।