সুপার এইটে ভারত তিনটি ম্যাচই জিতেছে, অন্যদিকে ইংল্যান্ডের দল মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে। গ্রুপ টপার হিসেবে সেমিতে এসেছে ভারত। ফলে বৃষ্টির কারণে ম্যাচ না হলে ভারতীয় দল সরাসরি পৌছে যাবে ফাইনালে।

বাংলাদেশকে হারালেই কি সেমিফাইনালে যাবে ভারত? বিশ্বকাপের অঙ্ক কঠিন, ভারতের চাপ বাড়ছে

বার্বাডোজ: বৃহস্পতিবার বার্বাডোজে T20 বিশ্বকাপ ২০২৪-এর সুপার-8-এ আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানের জয় পায়। ভারত এবারের বিশ্বকাপ দুর্দান্ত শুরু করেছে। এখনও পর্যন্ত অপরাজিত ভারত।

আফগানদের বিরুদ্ধে জয় ভারতকে সেমিফাইনালের কাছাকাছি নিয়ে গিয়েছে। তবে ভারতের পথ এখনও পরিষ্কার নয়। ২২শে জুন বাংলাদেশ ও ২৪ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে।

এখন প্রশ্ন হল ,সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতকে দুটি ম্যাচই জিততে হবে নাকি বাংলাদেশের বিরুদ্ধে জয়ই যথেষ্ট হবে? বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতের রেকর্ড চমৎকার।

আরও পড়ুন- বদলে যাচ্ছে সুপার ৮এ পৌঁছে যাওয়ার সাপ-সিঁড়ি, ছিটকে যাবে হেভিওয়েটরা

বাংলাদেশের সঙ্গে এখনও পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। জিতেছে ১২টি। বাংলাদেশ একটি মাত্র ম্যাচ জিতেছে এখনও পর্যন্ত। আমরা যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের কথা বলি, তা হলে টিম ইন্ডিয়া ৩১ টি ম্যাচের মধ্যে ১৯ টি জিতেছে। ১১টি ম্যাচে সাফল্য পেয়েছে অজিরা। একটি ম্যাচে ফলাফল হয়নি।

এবার বিশ্বকাপে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য দলের সাথে একবার খেলবে। এর পর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

সুপার-৮-এ গ্রুপ-১-এ রয়েছে টিম ইন্ডিয়া। ভারতের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশকে হারিয়ে দুই পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, একই সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

—- Polls module would be displayed here —-

ভাল নেট রান রেট (NRR) এর কারণে অস্ট্রেলিয়া এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার নেট রান রেট +2.471 এবং ভারতের +2.350। আফগানিস্তান ও বাংলাদেশের খাতায় কোনও পয়েন্ট নেই এখনও।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে কেমন একাদশ নামাবে টিম ইন্ডিয়া?ফের বদল দলে!জেনে নিন বিস্তারিত

আফগান দল -2.350 নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে এবং বাংলাদেশ -2.471 নেট রান রেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালে উঠবে কিনা। উত্তর হল, না। টিম ইন্ডিয়া যদি আজ বাংলাদেশকে হারায়, তা হলে দুই ম্যাচে চার পয়েন্ট হবে। এই পয়েন্ট রোহিত শর্মার দলকে সেমিফাইনালের কাছাকাছি নিয়ে যাবে।

বাংলাদেশকে হারানোর পর ভারত চাইবে অস্ট্রেলিয়াকে হারাতে। তাতে আফগানিস্তান ও বাংলাদেশ বাদ পড়বে। দুই দলই দুই পয়েন্টের বেশি স্কোর করতে পারবে না। এমন পরিস্থিতিতে ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

অস্ট্রেলিয়া আবার আফগানিস্তানের কাছে হারলেও ভারতের সেমির আশায় খুব একটা প্রভাব পড়বে না। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সহজেই যোগ্যতা অর্জন করবে ভারত। তবে তিনটি দল চার পয়েন্ট করে পেলে আবার নেট রান রেট দেখা হবে।