একদিকে ব্যাগে ক্যাশ নেই, অন্যদিকে কাজ করছে না UPI ? মাথা ঠান্ডা রাখুন, কী করা উচিত দেখে নিন

এই পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুবিধা বলে কিছু হয় না। যা সুবিধা দেয়, তা অসুবিধাতে ফেলবেই কোনও এক সময়ে। এই যেমন ইউপিআই। যার হাতে নগদ টাকা নেই, নেই ক্রেডিট অথবা ডেবিট কার্ড, তার কাছে ইউপিআই যেন অন্ধের যষ্টি। এবার সেটাও যদি কাজ না করে?
এই পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুবিধা বলে কিছু হয় না। যা সুবিধা দেয়, তা অসুবিধাতে ফেলবেই কোনও এক সময়ে। এই যেমন ইউপিআই। যার হাতে নগদ টাকা নেই, নেই ক্রেডিট অথবা ডেবিট কার্ড, তার কাছে ইউপিআই যেন অন্ধের যষ্টি। এবার সেটাও যদি কাজ না করে?
না-ই করতে পারে, প্রযুক্তি বিগড়োতে কতক্ষণ! এরকম পরিস্থিতিতে পড়লে কী করা উচিত, দেখে নেওয়া যাক মাথা ঠান্ডা করে।
না-ই করতে পারে, প্রযুক্তি বিগড়োতে কতক্ষণ! এরকম পরিস্থিতিতে পড়লে কী করা উচিত, দেখে নেওয়া যাক মাথা ঠান্ডা করে।
ব্যাঙ্ক সার্ভার ডাউনইউপিআই লেনদেনে বাধার প্রধার কারণ ব্যাঙ্ক সার্ভার ডাউন থাকা। অতএব, অন্তত দুটো ইউপিআই আইডি যোগ করে রাখা ভাল। এক ব্যাঙ্কের সার্ভার ডাউন থাকলেও অন্যটা দিয়ে কাজ চালানো যাবে। মানে, একই ব্যাঙ্কের দুটো আইডি কিন্তু রাখা চলবে না।
ব্যাঙ্ক সার্ভার ডাউন
ইউপিআই লেনদেনে বাধার প্রধার কারণ ব্যাঙ্ক সার্ভার ডাউন থাকা। অতএব, অন্তত দুটো ইউপিআই আইডি যোগ করে রাখা ভাল। এক ব্যাঙ্কের সার্ভার ডাউন থাকলেও অন্যটা দিয়ে কাজ চালানো যাবে। মানে, একই ব্যাঙ্কের দুটো আইডি কিন্তু রাখা চলবে না।
ফোনের সিগন্যালফোনের সিগন্যাল ডাউন থাকলে হাজার ইউপিআই আইডি অ্যাড করেও লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত সিগন্যাল ঠিক না হচ্ছে, পেমেন্ট না করাই উচিত হবে। এক্ষেত্রে ফোন অফ-অন করে দেখা যায়।
ফোনের সিগন্যাল
ফোনের সিগন্যাল ডাউন থাকলে হাজার ইউপিআই আইডি অ্যাড করেও লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত সিগন্যাল ঠিক না হচ্ছে, পেমেন্ট না করাই উচিত হবে। এক্ষেত্রে ফোন অফ-অন করে দেখা যায়।
ইউপিআই লাইটইন্টারনেট কানেকশন যদি সমস্যার কারণ হয়, ফোনে নামিয়ে রাখা যাক ইউপিআই লাইট। এটা ব্যবহার করতে ইন্টারনেট লাগে না। তবে হ্যাঁ, ৪০০০ টাকার বেশি লেনদেনও করা যায় না।
ইউপিআই লাইট
ইন্টারনেট কানেকশন যদি সমস্যার কারণ হয়, ফোনে নামিয়ে রাখা যাক ইউপিআই লাইট। এটা ব্যবহার করতে ইন্টারনেট লাগে না। তবে হ্যাঁ, ৪০০০ টাকার বেশি লেনদেনও করা যায় না।
নিজের ভুলব্যস্ততার মধ্যে ভুল ইউপিআই পিন দিলেও পেমেন্ট করা সম্ভব হবে না। ফলে, যখনই টাকা পাঠানো হবে, শান্ত মাথায় ইউপিআই পিন টাইপ করা ভাল, পাসওয়ার্ডও মাথায় রাখা দরকার বইকি। কেন না, পরের ধাপেই ওটা লাগবে, ওখানে ভুল হলেও পেমেন্ট যাবে না।
নিজের ভুল
ব্যস্ততার মধ্যে ভুল ইউপিআই পিন দিলেও পেমেন্ট করা সম্ভব হবে না। ফলে, যখনই টাকা পাঠানো হবে, শান্ত মাথায় ইউপিআই পিন টাইপ করা ভাল, পাসওয়ার্ডও মাথায় রাখা দরকার বইকি। কেন না, পরের ধাপেই ওটা লাগবে, ওখানে ভুল হলেও পেমেন্ট যাবে না।
দৈনিক সীমাইউপিআই লেনদেনের একটা দৈনিক সীমা থাকে। মানে ২৪ ঘণ্টায় কেবল একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই পাঠানো যায়। ওই পরিমাণ উত্তীর্ণ হয়ে গেলে দুশ্চিন্তায় পড়ার কোনও কারণ নেই, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেই আবার আগের মতো পেমেন্ট করা যাবে। এই মতো হিসেব করে লেনদেন বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
দৈনিক সীমা
ইউপিআই লেনদেনের একটা দৈনিক সীমা থাকে। মানে ২৪ ঘণ্টায় কেবল একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই পাঠানো যায়। ওই পরিমাণ উত্তীর্ণ হয়ে গেলে দুশ্চিন্তায় পড়ার কোনও কারণ নেই, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেই আবার আগের মতো পেমেন্ট করা যাবে। এই মতো হিসেব করে লেনদেন বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে।