স্নেক প্ল্যান্ট গাছ

সাপ ঢুকবে না বাড়িতে কখনও! ‘এই’ গাছ রাখতে হবে, তা হলেই কাজ হয়ে যাবে

বাড়িতে এই গাছ থাকলে কখনই বাড়িতে কোনদিন সাপ আসবে না নিমেষেই বন্ধ হয়ে যাবে সাপের উপদ্রব সে বর্ষা কাল হোক বা গরমকাল।
বাড়িতে এই গাছ থাকলে কখনই সাপ আসবে না। নিমেষেই বন্ধ হয়ে যাবে সাপের উপদ্রব। সে বর্ষাকাল হোক বা গরমকাল।
এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে বাড়ির ধারে কাছেও আসবে না যে কোন বিষাক্ত সাপ বর্ষাকালে বেশিরভাগ বাড়িতে লক্ষ্য করা যায় সাপের উপদ্রব
এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে বাড়ির ধারে কাছেও আসবে না যে কোন বিষাক্ত সাপ। বর্ষাকালে বেশিরভাগ বাড়িতে লক্ষ্য করা যায় সাপের উপদ্রব। তা থেকে মুক্তি পেতে পারেন।
এই বর্ষাকালে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ ঢুকে পড়ে আর তার জন্য সাধারণ মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়।
বর্ষাকালে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ ঢুকে পড়ে। আর তার জন্য সাধারণ মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়। তা থেকে এবার নিষ্কৃতি পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে এই গাছ গন্ধে কোনোভাবেই সহ্য করতে পারে না বিষাক্ত ধরনের সাপেরা জেনে নি ন কি গাছ লাগালেই সাপের উপদ্রব বন্ধ হবে
বিশেষজ্ঞদের মতে, এই গাছের গন্ধ কোনওভাবেই সহ্য করতে পারে না বিষাক্ত সাপেরা। জেনে নিন কোন গাছ লাগালেই বাড়িতে সাপের উপদ্রব বন্ধ হবে!
সাপ বন্ধ করতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে কিন্তু এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কারণ সাপ আমাদের জীবজগতের অংশ কিন্তু এর বিশ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
সাপের  উপদ্রব বন্ধ করতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে  হয় অনেককেই। কিন্তু এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কারণ সাপ আমাদের জীবজগতের অংশ। কিন্তু এর বিষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
তাই আপনার বাড়িতে সামনে বা ছাদে উপরে টবে যদি এই স্নেক প্ল্যান্ট গাছটি এই গাছটি যেকোনো বাড়ির আনাচে-কানাচে দেখতে পাওয়া যায় গাছটি প্রায় অনেকটাই সাপের মতই দেখতে তাই এই গাছ বাড়িতে লাগালেই কোনদিনই সাপ আসবে না
তাই আপনার বাড়ির সামনে বা ছাদের উপরে টবে  এই স্নেক প্ল্যান্ট গাছ রাখতে পারেন। এই গাছটি যে কোনো বাড়ির আনাচে-কানাচে দেখতে পাওয়া যায়। গাছটি প্রায় অনেকটা সাপের মতোই দেখতে। তাই এই গাছ বাড়িতে লাগালেই কোনওদিন সাপ আসবে না ধারে-কাছে।