Viral বিজ্ঞাপন: IIT দিল্লিতে কুকুর সামলানোর জন্য লোক চাই, বেতন মাসে ৪৫ হাজার টাকা, তবে…

#নয়াদিল্লি: কর্মী নিয়োগ করতে চলেছে IIT দিল্লি ৷ কুকুরের দেখাশুনা করার জন্য লোক চেয়ে বিজ্ঞাপন দিয়েছে আইআইটি ৷ কিন্তু তার জন্য যে যোগ্যতামান নির্দিষ্ট করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তা দেখে হতবাক নেটিজেনরা ৷ কেউ করছেন সমালোচনা, কেউ আবার মস্করা ৷ মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল সেই বিজ্ঞাপন ৷

IIT দিল্লির প্রকাশ করা বিজ্ঞপ্তিটি তিনটি কারণে সকলের নজর কেড়েছে ৷ তা হল বিজ্ঞাপনে উল্লেখিত পোস্ট, স্যালারি ও চাকরি পাওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি কর্মপ্রার্থীর যে যোগ্যতা চেয়েছে ৷ IIT -এর দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের কুকুরদের সামলানোর জন্য একজন কর্মী দরকার ৷ প্রতিষ্ঠানের সিকিউরিটি ডিপার্টমেন্টের অন্তর্গত এই পদটির জন্য কন্ট্রাক্টের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে ৷ বিজ্ঞাপনে বলা হয়েছে এই কাজের জন্য প্রতি মাসে বেতন হিসেবে মিলবে ৪৫ হাজার টাকা ৷  রিপোর্ট বলছে, পুলিশবাহিনীতে এই একই কাজের জন্য পান ২০ হাজার ৷

এছাড়াও কর্মপ্রার্থীর জন্য কিছু আবশ্যিক মান নির্দিষ্ট করেছে IIT দিল্লি ৷ বিজ্ঞাপন অনুযায়ী, কর্মপ্রার্থীর বি.টেক, বিএসসি, বিকম অথবা এর সমকক্ষ কোনও ডিগ্রি থাকতেই হবে ৷ আবেদনকারীর নিজস্ব গাড়ি থাকাও আবশ্যিক ৷ এই যোগ্যতামান দেখেই হতভম্ব নেটিজেনরা ৷ অনেকেই প্রশ্ন তুলেছেন, কুকুর দেখভালের জন্য ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোন কাজে লাগবে? অনেকে আবার মস্করা করে বলেছে, আইআইটি ক্যাম্পাসে ঢুকতেও তো একটা স্ট্যাটাস লাগে! একজনের মন্তব্য, আইআইটি আসলে বলতে চাইছে,জীবনে কোনও ডিগ্রিই ফেলা যায় না ৷ এই সব ডিগ্রি নিয়েও যাদের চাকরি জোটেনি, তাদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে আইআইটি!

অনেকে আবার গাড়ি থাকার আবশ্যিক শর্তটি নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ যদিও এর ব্যাখাও বেশ কিছু নেটিজেনের কাছে থেকেই মিলেছে ৷ তাদের মতে, কুকুরকে বেড়াতে নিয়ে যেতে বা ভেটেনারি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ট্রেনারের নিজস্ব গাড়ি কাজে আসে ৷

এখানেই শেষ নয়, আইআইটি দিল্লিতে কুকুর দেখাশুনার চাকরি পেতে গেলেও মানতে হবে বেশ কিছু শর্ত ৷ এই চাকরিতে আবেদনের জন্যেও বয়সসীমা নির্দিষ্ট করে জানিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি ৷ উল্লেখিত কাজের জন্য শুধু মাত্র ২১ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তির আবেদনই গ্রাহ্য করবে আইআইটি ৷ সব মিলিয়ে নেট দুনিয়ার সমালোচনায় সাড়া ফেলেছে আইআইটি দিল্লির কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ৷