Illegal Promoting: অবৈধ প্রমোটিং-এ গার্ডেনরিচকেও ছাড়িয়ে যেতে পারে বেলেঘাটা! হেলে পড়ে ঠেকে গিয়েছে দু’টো বিল্ডিংয়ের মাথা, বীভৎস অবস্থা

কলকাতা: বেলেঘাটায় একের পর এক তৈরি হয়ে চলেছে বহুতল। কিন্তু, তার মধ্যে ক’টি নিয়ম মেনে হচ্ছে? ফিরহাদ হাকিম বলেছিলেন ‘নজরদারি বাড়াতে হবে’। সেখানে কী করে বেলেঘাটা ৩৪ নম্বর ওয়ার্ডে এত বে-আইনি নির্মাণ হল? স্থানীয় বাসিন্দারা তুলছেন প্রশ্ন৷

এলাকায় গেলে দেখা গেল, বিল্ডিংয়ের রাস্তা কোথাও চার ফুট, কোথাও বা তার বেশি। সেই বাড়িগুলির অনেকেই দাবি করছেন, তাদেঁর বিল্ডিংয়ের বৈধ প্ল্যান রয়েছে। যদিও চার তলা পাঁচ তলা বিল্ডিংয়ের প্ল্যান থাকে, তাহলে চার ফুট রাস্তার উপরে সেই বিল্ডিং প্ল্যান পেল কী করে? প্রশ্ন তুলছেন অনেকেই।

আরও পড়ুন: রঙের উৎসবে ২২টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে! কোন কোন স্টেশনের জন্য বাড়তি সুবিধা…দেখে নিন

এছাড়াও, ৩৪ নম্বর ওয়ার্ডে ভয়ংকর দৃশ্য ধরা পড়ল। ৪ তলা দু’টি বহুতল, একটি আর একটির উপরে হেলে পড়েছে। বহুতল দু’টির মাথার দিকটা জুড়ে গিয়েছে। যত দিন যাচ্ছে, নাকি আরও হেলে পড়ছে বিল্ডিং দু’টি। বিল্ডিংয়ের বাসিন্দা থেকে সাধারণ মানুষ, মুখ খুলতে ভয় পাচ্ছেন অনেকেই। দোতলার জানালা থেকে একজন বললেন, ‘‘আমরা খুব ভয়ে আছি।’’

আরও পড়ুন: ‘ম্যান অফ দ্য ম্যাচ’ কে হবেন স্থির করবেন! রাজনীতির ময়দানে ডেবিউ করে বললেন তৃণমূলের ‘পাঠান’

বহু অবৈধ নির্মাণ কলকাতা কর্পোরেশন ভেঙে দিয়েছে। কিন্তু যত অবৈধ নির্মাণ হয়েছে,তার এক শতাংশ ভাঙেনি বলে এলাকার মানুষের দাবি। গার্ডেনরিচ কাণ্ড হয়ে যাওয়ার পরেই রীতিমতো নড়ে চড়ে বসেছে সবাই। এলাকার কাউন্সিলররা হাত গুটিয়েছেন। ৩ নং বোরো চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এরকম পরিস্থিতি যদি হয়ে থাকে, তাহলে যথেষ্ট লজ্জার। মহা- নাগরিক যেরকম সিস্টেমের মধ্যে ব্যবস্থা নিতে চাইছে ,তিনি নিঃসন্দেহে ব্যবস্থা নেবে।’’