দেশ Cyclone Dana Update: এই মুহূর্তে ‘সিস্টেম’ সাগরের কোথায়? কত কিমি বেগে আছড়ে পড়তে পারে সাইক্লোন ডানা? বাংলার আবহাওয়ার আপডেট Gallery October 21, 2024 Bangla Digital Desk *আজ সোমবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ধেয়ে আসার সম্ভাবনা ওড়িশা-বাংলা উপকূলে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় ডানার গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। সর্বোচ্চ গাস্টিং স্পিড ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান। সংগৃহীত ছবি। *উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ইতিমধ্যেই। আজ সোমবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগরেই গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত। বুধবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর শক্তি বাড়িয়ে ওড়িশা থেকে বাংলাদেশের যে কোনও উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। বিশ্বের বেশিরভাগ মডেল পারাদ্বীপ সংলগ্ন এলাকায় স্থলভাগের সম্ভাবনা কথা জানালেও ইউরোপিয়ান মডেলের অনুমান পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন উপকূলীয় প্রবেশ করতে পারে স্থলভাগে। সংগৃহীত ছবি। *আজ সোমবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। কমছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। কোথাও পরিষ্কার আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার থেকে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সংগৃহীত ছবি। *উত্তরবঙ্গের আকাশ মোটের ওপর পরিষ্কার আবহাওয়া। সমতলে ২২-২৩ ডিগ্রির আশপাশে, দার্জিলিংয়ের ঘুম ভাঙল কাঞ্চনজঙ্ঘা দর্শনের মধ্য দিয়ে। সংগৃহীত ছবি। *শিলিগুড়ি: রোদ ঝলমলে শিলিগুড়ির আবহাওয়া। তাপমাত্রার কিছুটা পরিবর্তন। সর্বনিম্ন ২৩ ডিগ্রি। সংগৃহীত ছবি। *দার্জিলিং: ঝকঝকে শৈলশহর। মেঘ, কুয়াশার চাদর সরিয়ে কাঞ্চনজঙ্ঘার হাস্যজ্জ্বল মুখ। মোহিত পর্যটকেরা। ঠান্ডার মুড। তাপমাত্রা ১৫ ডিগ্রি। সংগৃহীত ছবি। *কালিম্পং: অবশেষে রোদের দেখা। ঠাণ্ডার হালকা মুড। আংশিক মেঘলা৷ তারই আড়ালে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি! সংগৃহীত ছবি। *জলপাইগুড়ি: জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিলো ৩১.০৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *ডুয়ার্স: পরিষ্কার আকাশ। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *কোচবিহার: মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *উত্তর দিনাজপুর: মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *ইসলামপুর: পরিস্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *গঙ্গারামপুর: পরিষ্কার আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *দক্ষিণ দিনাজপুর: মেঘলা আকাশ বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সংগৃহীত ছবি। *গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩-২৫ অক্টোবর ভারী বৃষ্টির সতর্কতা। ২৫ অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র উত্তাল থাকবে। সংগৃহীত ছবি। *মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বুধবার ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সংগৃহীত ছবি।