বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।

Dual Cyclonic Circulation Alert: জোড়া ঘূর্ণাবর্ত! নিম্নচাপের প্রকোপে প্রবল দুর্যোগ! ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়? দেখুন..

নির্ধারিত সময়ের সাত দিন পর দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল। দেশের উত্তর-পশ্চিম ভাগে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়বে বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং মধ্য ভারত ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

আগামী ২৪ ঘণ্টায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ক্রমশ এগোবে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডেও।

সোমবার থেকে আরও দুর্ভোগ! আবহাওয়ার পূর্বাভাসে সিঁদুরে মেঘ। জোড়া ঘূর্ণাবর্তে নিম্নচাপের অশনি। সোম থেকে বুধ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। Kolkata তেও বৃষ্টির পূর্বাভাস। দুই Medinipur ও দুই 24 Pargana য় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের।