দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির বজ্রপাতের কমলা সর্তকতা জারি হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণবাত। ঘূর্ণিঝড়ের আশঙ্কা হাওয়া অফিসের। চলতি সপ্তাহে রবিবার পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।

IMD Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় আগামী দু’ঘণ্টায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

দক্ষিণবঙ্গের চার জেলায় আগামী দু’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ভয়ানক ঝড়বৃষ্টি! এমনিতে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল, আগামী কয়েকদিন, অর্থাৎ আগামী সাতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হতে চলেছে৷ (ছবি: পিটিআই)
দক্ষিণবঙ্গের চার জেলায় আগামী দু’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ভয়ানক ঝড়বৃষ্টি! এমনিতে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছিল, আগামী কয়েকদিন, অর্থাৎ আগামী সাতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টি হতে চলেছে৷ (ছবি: পিটিআই)
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, হাওড়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রপাতের সতর্কতা থাকবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, হাওড়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রপাতের সতর্কতা থাকবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়ও ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রপাতের সতর্কতা থাকবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়ও ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে৷ সেখানে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রপাতের সতর্কতা থাকবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
গত সপ্তাহেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তরের জেলাগুলিতে তীব্র ঝড়বৃষ্টি হয়৷ মালদহ-সহ একাধিক জেলায় ক্রমাগত ঝড়বৃষ্টির পাশাপাশি, বজ্রপাতের ঘটনা ঘটতে দেখা যায়৷ সেখানে অনেকের মৃত্যু হয়৷ ফলে বজ্রপাতের আশঙ্কাও থেকে যাচ্ছে৷
গত সপ্তাহেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তরের জেলাগুলিতে তীব্র ঝড়বৃষ্টি হয়৷ মালদহ-সহ একাধিক জেলায় ক্রমাগত ঝড়বৃষ্টির পাশাপাশি, বজ্রপাতের ঘটনা ঘটতে দেখা যায়৷ সেখানে অনেকের মৃত্যু হয়৷ ফলে বজ্রপাতের আশঙ্কাও থেকে যাচ্ছে৷
তীব্র তাপপ্রবাহের পর দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি চলবেই৷ এর ফলে কিছুটা কমবে তাপমাত্রা৷ এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা৷ দুপুরের দিকে বেশ কয়েকপশলা বৃষ্টিও হয়৷ এই বৃষ্টি চলবে বলেই মনে করা হচ্ছে৷
তীব্র তাপপ্রবাহের পর দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ধরে ঝড়বৃষ্টি চলবেই৷ এর ফলে কিছুটা কমবে তাপমাত্রা৷ এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা৷ দুপুরের দিকে বেশ কয়েকপশলা বৃষ্টিও হয়৷ এই বৃষ্টি চলবে বলেই মনে করা হচ্ছে৷