Kolkata Rain Alert: সোমবার বিকেল নাগাদই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণবঙ্গের তিন জেলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছে। সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।

দফায় দফায় বৃষ্টি! মার্চের শেষ সপ্তাহে হবে তোলপাড়, আশঙ্কায় ভুগছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

দোলের দিন সকাল পর্যন্ত রোদের তাপ দক্ষিণবঙ্গে ছিল তীব্র৷ উত্তরবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হলেও তেমন করে তাপমাত্রা কমেনি৷ মার্চের শেষেই গরমের দাপটে হঠাৎ হাঁসফাঁস করে উঠেছে বঙ্গবাসী৷ কিন্তু তার মধ্যেই এসেছে বৃষ্টির পূর্বাভাস৷ কেন্দ্রীয় মৌসম ভবন, অর্থাৎ আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, এই দুর্যোগ দফায় দফায় চলবে গোটা রাজ্যজুড়েই৷ অর্থাৎ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগ দেখা যাবে৷ যেমন দেখা গেল দোলের দিন সন্ধ্যার পরেই৷ দোলের দিন ভ্যপসা গরমকে দূর করে সন্ধ্যার পর থেকে শান্তির বৃষ্টি নামে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে৷ বৃষ্টিতে ভেজে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরের একাংশ৷ সন্ধ্যার পর বৃষ্টি হয়, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা ও কলকাতাতেও৷