Rain Forecast In West Bengal: কাঠফাটা রোদ…প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে আজই আসছে বৃষ্টি! সঙ্গে ঝড়… কোন কোন জেলায় পূর্বাভাস দেখে নিন

রাত পোহালেই পয়লা বৈশাখ। নতুন জামাকাপড় পরে জমিয়ে খাওয়া দাওয়া আর উৎসব যাপনের আরও একটা দিন৷ আর শুধু দুপুরের খাওয়া দাওয়াই তো নয়, সঙ্গে সন্ধেবেলা সোনার দোকানের নতুন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট আর শরবত খাওয়াও তো রয়েছে৷
রাত পোহালেই পয়লা বৈশাখ। নতুন জামাকাপড় পরে জমিয়ে খাওয়া দাওয়া আর উৎসব যাপনের আরও একটা দিন৷ আর শুধু দুপুরের খাওয়া দাওয়াই তো নয়, সঙ্গে সন্ধেবেলা সোনার দোকানের নতুন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট আর শরবত খাওয়াও তো রয়েছে৷
কিন্তু, যা গরম পড়েছে, বৈশাখের পয়লায় আসলে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া? তার আগে আসুন জেনে নিই, আজ, শনিবারের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷
কিন্তু, যা গরম পড়েছে, বৈশাখের পয়লায় আসলে কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া? তার আগে আসুন জেনে নিই, আজ, শনিবারের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
গত শুক্রবার থেকেই বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ আগামী চারদিন পরিস্থিতি এমনই থাকতে চলেছে৷ আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানা গিয়েছে৷ আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
গত শুক্রবার থেকেই বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া৷ আগামী চারদিন পরিস্থিতি এমনই থাকতে চলেছে৷ আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানা গিয়েছে৷ আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণে বৃষ্টি কমবে; বাড়বে গরম। আর উত্তরবঙ্গে বাংলা বছরের শুরুতেই ফের বৃষ্টি বাড়বে। পয়লা বৈশাখের দিন গরম ও শুষ্ক আবহাওয়ায় কাটবে কলকাতা-সহ দক্ষিণের সারাদিন। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দক্ষিণে বৃষ্টি কমবে; বাড়বে গরম। আর উত্তরবঙ্গে বাংলা বছরের শুরুতেই ফের বৃষ্টি বাড়বে। পয়লা বৈশাখের দিন গরম ও শুষ্ক আবহাওয়ায় কাটবে কলকাতা-সহ দক্ষিণের সারাদিন। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।
সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।
কলকাতায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ ও বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার দিন ও রাতের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে গরম ও অস্বস্তি। একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ ও বাড়তে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার দিন ও রাতের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস।