★দার্জিলিং, কালিম্পং এই দুই জেলার পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের পাহাড় ও সমতল সব জেলাতেই তাপমাত্রা বাড়বে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলাগুলিতে।

IMD Weather Update: রবিবার, মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তিনটি জেলাতেই

IMD Weather Update:অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া, এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু’বইবার সম্ভাবনা। রবিবার, মঙ্গলবার ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। মঙ্গল ও বুধবার এই তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা।  উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা ছাড়া বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে থাকবে। ছিটেফোঁটা বৃষ্টি দু-এক পশলা হলেও দার্জিলিং ও কালিম্পয়ে ও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ছয় জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। এর মধ্যে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ। এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।