Weather Severe Heatwave Alert: গনগনে তাপে ঝলসে যাবে চামড়া! বুধ থেকে কোন কোন জেলায় তীব্র তাপপ্রবাহ? জানুন ভয়ঙ্কর পূর্বাভাস

বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে। ফলে আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। আজ, অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দুই-তিন জেলায়। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কমেছে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- এই দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা ও হাওড়া আপাতত তাপপ্রবাহের থেকে মুক্ত। চরম তাপপ্রবাহ হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায়।