তবে কলকাতা, দুই চব্বিশ পরগণা, পুরুলিয়া-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে৷

West Bengal Weather Update: ‘দানা’ শেষ, বৃষ্টি নয়…! ২ ঘণ্টায় ভিজবে ৯ জেলা! আবহাওয়ায় ‘বিরাট’ বদল আসছে তার পরেই! দেখে নিন আপডেট

'দানা' বিধ্বস্ত বঙ্গে সূর্য উঁকি দিল শনিবার। তার আগে বৃহস্পতি থেকে শুক্রবার দিনভর ঝড়-বৃষ্টিতে নাজেহাল হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। জল জমে বিপর্যস্ত যানবাহন থেকে শুরু করে সমস্ত পরিষেবা। এই পরিস্থিতি আর কত দিন? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? দেখুন আবহাওয়ার আপডেট। (IMD West Bengal Weather)
‘দানা’ বিধ্বস্ত বঙ্গে সূর্য উঁকি দিল শনিবার। তার আগে বৃহস্পতি থেকে শুক্রবার দিনভর ঝড়-বৃষ্টিতে নাজেহাল হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা। জল জমে বিপর্যস্ত যানবাহন থেকে শুরু করে সমস্ত পরিষেবা। এই পরিস্থিতি আর কত দিন? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? দেখুন আবহাওয়ার আপডেট। (IMD West Bengal Weather)
শুক্রবারের মতো এ দিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ ৯ জেলায় বৃষ্টির সর্তকতা! আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা।
শুক্রবারের মতো এ দিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ ৯ জেলায় বৃষ্টির সর্তকতা! আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা।
কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস‌ দক্ষিণবঙ্গের ৯ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা! সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস‌ দক্ষিণবঙ্গের ৯ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা! সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
খুশির খবর হল, শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি। সঙ্গে শীতের আগমন বার্তা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ায় ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইছে। সেই হাওয়া প্রবেশ করবে দক্ষিণেও। এতে বাতাসে এখানেও জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। আগামীকাল, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে শহরে।
খুশির খবর হল, শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি। সঙ্গে শীতের আগমন বার্তা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ায় ধীরে ধীরে ঠান্ডা বাতাস বইছে। সেই হাওয়া প্রবেশ করবে দক্ষিণেও। এতে বাতাসে এখানেও জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করবে। আগামীকাল, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে শহরে।
যদিও দক্ষিণে তিন জেলায় শনিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই তিন জেলা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায়।
যদিও দক্ষিণে তিন জেলায় শনিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই তিন জেলা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায়।
আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা দক্ষিণের আরও ২ জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা। মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী দুই থেকে তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা দক্ষিণের আরও ২ জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু-এক পশলা। মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি; বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। দিনভর বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নেমে গেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দু-এক পশলা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।
বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার উন্নতি; বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। দিনভর বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নেমে গেছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দু-এক পশলা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।
কলকাতার তাপমাত্রা- আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ১৫২.৮ মিলিমিটার।
কলকাতার তাপমাত্রা- আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। বৃষ্টি হয়েছে ১৫২.৮ মিলিমিটার।
শুক্রবারের দিনভর দুর্যোগের পর মেঘ কেটে আপাতত সূর্যের দেখা মিলল শনিবারের সকালে। গতকাল যে ময়দান চত্বর কার্যত জলের তলায় ছিল, তা আজ আবার ফিরে এসেছে নিজের আগের স্বাভাবিক চেহারায়। প্রাতঃভ্রমণকারীরাও বেরিয়ে পড়েছেন জগিং করতে। দীপাবলীর আগে ভারী দুর্যোগের কালো ছায়া অনেকটা সরে যাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস গোটা বঙ্গ জুড়ে।
শুক্রবারের দিনভর দুর্যোগের পর মেঘ কেটে আপাতত সূর্যের দেখা মিলল শনিবারের সকালে। গতকাল যে ময়দান চত্বর কার্যত জলের তলায় ছিল, তা আজ আবার ফিরে এসেছে নিজের আগের স্বাভাবিক চেহারায়। প্রাতঃভ্রমণকারীরাও বেরিয়ে পড়েছেন জগিং করতে। দীপাবলীর আগে ভারী দুর্যোগের কালো ছায়া অনেকটা সরে যাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস গোটা বঙ্গ জুড়ে।