প্রতীকী ছবি

Snoring problem: নাক ডাকার সমস্যা? এই হাসপাতালে গেলেই মিলবে সমাধান! জানেন কি কোথায় মিলবে এই চিকিৎসা?

পুদুচেরি: নাক ডাকার জন্য অনেকেই সমস্যায় ভোগেন। কিন্তু, নাক ডাকার থেকে এবার রেহাই পাওয়া যাবে। এমনটাই জানাচ্ছেন পুদুচেরির ইন্দিরা গান্ধি গভর্নমেন্ট জেনারেল হাসপাতাল এবং পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউটের তরফ থেকে ‘স্নোরিং ল্যাবরেটোরি’ গঠন করা হয়েছে।
এই স্নোরিং ল্যাবরেটোরি ইএনটি বিভাগের তত্ত্বাবধানে গঠন করা হয়েছে।

ডাক্তাররা এই ল্যাবরেটোরিতে খুঁজে বের করবেন কিভাবে মানুষ নাক ডাকেন এবং ঠিক কোন কোন কারণে নাক ডাকা হয়। এই ল্যাবরেটরিতে রোগীকে আট ঘণ্টা ধরে ঘুমাতে দেওয়া হবে। ওই সময় রোগী নাক ডাকছেন কিনা তা পর্যালোচনা করা হবে। সেই সময়েই ২৪ টি বিভিন্ন টেস্টও করা হবে রোগীর উপর। এরপরেই উপস্থিত ডাক্তার সিদ্ধান্ত নেবেন সেই রোগীর ঠিক কি ধরনের চিকিৎসা প্রয়োজন।

ইতিমধ্যেই এই হাসপাতাল প্রসঙ্গে ডাক্তার স্টালিন জানিয়েছেন এই গোটা ল্যাবরেটরি গড়তে খরচ হয়েছে মোট ৩৫ লক্ষ টাকা। এই ল্যাবরেটরিতেই রোগীকে দেখা হবে ঠিক কী কী উপসর্গ দেখা যায় সেইভাবেই চিকিৎসা করা হবে।

আরও পড়ুন: ফের স্কুলে যৌন হেনস্থার অভিযোগ! দু’বছর ধরে শিক্ষকের লালসার শিকার ছাত্রী
নাক ডাকার ফলে দেহে অক্সিজেনের পরিমাণ কমে যায়। ফলে ফুসফুস এবং হৃদপিণ্ডের সমস্যা দেখা দেয়। যদি কারুর এই ধরনের সমস্যা থাকে তবে যে কেউ এই হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন। এই বিষয়ে ডাক্তার স্টালিন জানান, নাক ডাকার সমস্যা সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং তা খুব শীঘ্রই পাওয়া সম্ভব।