Room Cooling Tips During Summer: জানলায় ভিজে কাপড় ঝোলালে কি ঘর ঠান্ডা হয়? বিজ্ঞানীদের কথা মেনে চললে হতে পারে ম্যাজিক

অনেকেই ছোটবেলা থেকে দেখে আসছেন, ভিজে কাপড় দিয়ে ঘর ঠান্ডা রাখার একটি প্রক্রিয়া চলে৷ আগেকার দিনে জানলায় থাকত খসখস, যেটিকে ভিজিয়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করা হত৷ তা হলে কি সত্যিই কাপড় ভিজিয়ে ঘর ঠান্ডা রাখা যায়?
অনেকেই ছোটবেলা থেকে দেখে আসছেন, ভিজে কাপড় দিয়ে ঘর ঠান্ডা রাখার একটি প্রক্রিয়া চলে৷ আগেকার দিনে জানলায় থাকত খসখস, যেটিকে ভিজিয়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করা হত৷ তা হলে কি সত্যিই কাপড় ভিজিয়ে ঘর ঠান্ডা রাখা যায়?
এর কতগুলি বিজ্ঞান ভিত্তিক কারণ রয়েছে৷ অতিরিক্ত আর্দ্রতা অনেক সময়েই অস্বস্তি যেমন তৈরি করে, তেমনই অনেকসময় ঘর ঠাণ্ডা রাখতেও বিশেষ ভাবে সাহায্য করে৷ সেই কারণেই বলা হয়, ভিজে কাপড় ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে৷
এর কতগুলি বিজ্ঞান ভিত্তিক কারণ রয়েছে৷ অতিরিক্ত আর্দ্রতা অনেক সময়েই অস্বস্তি যেমন তৈরি করে, তেমনই অনেকসময় ঘর ঠাণ্ডা রাখতেও বিশেষ ভাবে সাহায্য করে৷ সেই কারণেই বলা হয়, ভিজে কাপড় ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে৷
জানলায় সাধারণত পর্দা ঝোলানোর কোনও রড বা হুক থাকে৷ আপনি বরং ভিজে কাপড় সেই হুকে ভাল করে ভিজিয়ে ঝুলিয়ে দিন৷ তবে মনে রাখবেন, ভেজানোর পর এই কাপড়টিকে চিপে তারপর ঝোলাতে হবে৷ বেশি জল যাতে না থাকে৷
জানলায় সাধারণত পর্দা ঝোলানোর কোনও রড বা হুক থাকে৷ আপনি বরং ভিজে কাপড় সেই হুকে ভাল করে ভিজিয়ে ঝুলিয়ে দিন৷ তবে মনে রাখবেন, ভেজানোর পর এই কাপড়টিকে চিপে তারপর ঝোলাতে হবে৷ বেশি জল যাতে না থাকে৷
এ বার ঘরের ফ্যানটা চালিয়ে দিতে হবে৷ তাতে ভিজে কাপড় থেকে গরম ঘরের হাওয়া জল শোষণ করে নিতে শুরু করবে৷ ধীরে ধীরে সেই কারণে গরম হওয়া হয়ে যাবে ভেজা-ভেজা, ঠান্ডা৷ কারণের কাপড়ের উবে যাওয়া জল বাতাসে মিশে যাবে৷
এ বার ঘরের ফ্যানটা চালিয়ে দিতে হবে৷ তাতে ভিজে কাপড় থেকে গরম ঘরের হাওয়া জল শোষণ করে নিতে শুরু করবে৷ ধীরে ধীরে সেই কারণে গরম হওয়া হয়ে যাবে ভেজা-ভেজা, ঠান্ডা৷ কারণের কাপড়ের উবে যাওয়া জল বাতাসে মিশে যাবে৷
.যত কাপড়ের জল উবে গিয়ে ঘরের বাতাসে মিশবে, তত এই ঘরের তাপমাত্রা কমতে থাকবে৷ এ ভাবে ঘর হয়ে যাবে বরফের মতো ঠান্ডা৷ এসি ব্যবহার না করেই এই কাজ কিন্তু করা সম্ভব হবে৷
.যত কাপড়ের জল উবে গিয়ে ঘরের বাতাসে মিশবে, তত এই ঘরের তাপমাত্রা কমতে থাকবে৷ এ ভাবে ঘর হয়ে যাবে বরফের মতো ঠান্ডা৷ এসি ব্যবহার না করেই এই কাজ কিন্তু করা সম্ভব হবে৷