প্রতীকী ছবি

Uttarpradesh: জামিনের বিরোধিতা, উত্তরপ্রদেশে আইনজীবীকে অপহরণ করে খুন করলেন অন্য আইনজীবী! ঘটনায় গ্রেফতার ৬

লখনউ: এক মহিলা আইনজীবীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল অপর এক আইনজীবীর বিরুদ্ধে। মঙ্গলবার উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, বছর ৪০-এর মহিলার নাম মোহিনী তোমার। ওই আইনজীবীকে জেলা আদালত থেকেই অপহরণ করা হয়, এবং এরপরেই তাঁকে হত্যা করা হয়।
মুস্তাফা কামিলের নামে এক আইনজীবীর ছেলের জামিনের আবেদনের বিরুদ্ধে আবেদন করেছিলেন ওই মহিলা আইনজীবী। সেই জন্যই এই হত্যা বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: আরও সঙ্কটজনক সীতারাম ইয়েচুরি! ভেন্টিলেশনেই রয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মুস্তাফা-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে পুলিশ সুপারিন্টেডেন্ট অপর্ণা রজত কৌশিক জানান, মুস্তাফা কামিলের তিন ছেলে, হায়দার মুস্তাফা, সলমন মুস্তাফা, এবং আসাদ মুস্তাফা এবং আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: দূরপাল্লার ট্রেনে একা মহিলাযাত্রী? ভয় পাবেন না! আপনার সুরক্ষায় আছে ‘মেরি সহেলী’
পুলিশ জানিয়েছে, মোহিনী গত ৩রা সেপ্টেম্বর থেকেই জেলা আদালত থেকেই নিখোঁজ হয়ে যান, একদিন বাদে রেখাপুর খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

এই ঘটনার পরেই তাঁর স্বামী বিজেন্দ্র তোমার মুস্তাফা-সহ মোট ছয় জনের নামে এফআইআর দায়ের করা হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। একে একে গ্রেফতার করা মোট ছয় ব্যক্তিকে।
কাশগঞ্জ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(খুন), ১৪০(১) (অপহরণ কিংবা খুনের উদ্দেশে অপহরণ) এবং ৬২(১) (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছে।

গত সপ্তাহেই মুস্তাফা এবং তাঁর তিন ছেলেকে গ্রেফতার করা হয়। বাকি দুই জনকে সোমবার গ্রেফতার করা হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কাশগঞ্জ-বরেলি জাতীয় সড়কও অবরোধ করা হয়। মৃতার পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।