কেন এই আয়কর? উত্তর খুঁজছেন রাজীব

Bihar News: আয় মাসে ১০ হাজার, আয়করের নোটিস এল ২ কোটির! অবাক কাণ্ড বিহারের গয়ায়

গয়া: মাসে আয়ে ১০ হাজার টাকা কিন্তু আয়কর দিতে হবে ২ কোটি টাকা! এমনই হতবাক করা ঘটনা ঘটল বিহারের গয়া জেলার এক যুবকের সঙ্গে। এক শ্রমিকের কাছে আয়কর দফতরের এই নোটিস আসায় রীতিমত শোরগোল পড়ে গেছে।
নোটিসে জানানো হয়েছে ২ কোটি টাকা আয়কর জমা দিতে হবে তাঁকে। কোতয়ালি থানা এলাকার বাসিন্দা রাজীব কুমারের কাছে এই নোটিস আসায় তাঁর মাথায় রীতিমত বাজ ভেঙে পড়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাজীব গত চার দিন ধরে আয়কর দফতরের চক্কর কাটলেও তাঁর এই সমসার সমাধান হয়নি।

আরও পড়ুন: পুরীর মহাপ্রসাদেও ভেজাল নেই তো? তিরুপতির লাড্ডু বিতর্কের পরই বড় সিদ্ধান্ত
এই প্রসঙ্গে, আফসোসের সুরে রাজীবকে বলতে শোনা যায়, আজীবন শ্রমিক হিসাবে কাজ করলেও এই আয়কর তিনি মেটাতে পারবেন না। কারণ এত টাকা তিনি কখনও চোখেই দেখেন নি!

আরও পড়ুন: কলেজের মধ্যেই টানা ৬ মাস ধরে গণধর্ষণের শিকার তরুণী! পুণেতে ভয়ঙ্কর ঘটনা
তিনি সংবাদসংস্থাকে জানানা, ২০১৫ সালের ২২ জানুয়ারি তিনি ২ লক্ষ টাকা গয়ার কর্পোরেশন ব্যাঙ্কে তিনি একটি ফিক্সড ডিপোজিট করেন কিন্তু তা ম্যাচিউর করার আগেই তা ২০১৬ সালের ১৬ অগাস্ট তুলে নেন।

এরপরেই সমস্যার শুরু হয়। এই সমস্যা নিয়ে তিনি আয়কর দফতরে হাজির হলে সেখানে তাঁকে একটি আবেদন জমা করতে বলা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তিনি বারংবার ভুল শোধরানোর জন্য অনুরোধ করলেও অভিযোগ আয়কর দফতর থেকে কোনও উত্তর আসেনি।
এর কিছুদিন বাদে তাঁর কাছে নোটিস আসে তাঁকে ৬৭ লক্ষ টাকা জরিমানা বাবদ জমা করতে হবে। এরফলে তাঁর মনে আরও দ্বিধা বাড়তে থাকে। এই প্রসঙ্গে তিনি জানান, “আমি জানি না আয়কর আদতে কী হয়, একজন মানুষ যে মাসে মাত্র ১০ হাজার টাকা আয় করে সে কী ভাবে এত টাকা আয়কর জমা দেবে!”। এই প্রশ্নেরই উত্তর এখন হন্যে হয়ে খুঁজছেন রাজীব।